চট্টগ্রাম: ৫০ ওভারের বিশ্বকাপ শেষ হয়েছে চার মাস কেটে গিয়েছে। তবে সেই বিশ্বকাপে ঘটে যাওয়া এক ঘটনার রেশ কাটছেই না। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের আপিলে ক্রিকেট ইতিহাসে প্রথমবার শ্রীলঙ্কান তারকা ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ় টাইমড আউট হন। তাঁর হেলমেটে গোলযোগের জেরে নির্ধারিত সময়ে স্ট্রাইক নিতে ব্যর্থ হন ম্যাথিউজ় সেই নিয়ে কম তর্ক-বিতর্ক হয়নি। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে (BAN vs SL) ওয়ান ডে সিরিজ় জয়ের পরে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের (Mushfiqur Rahim) এক কর্মকাণ্ডে ফের একবার মাথা চাড়া দিয়ে উঠল সেই ঘটনার স্মৃতি।


শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ২-১ জয় পায় বাংলাদেশ। সিরিজ় জয়ের পর টিম ফটোসেশনের জন্য সব বাংলাদেশি ক্রিকেটাররা জড়ো হন। চ্যাম্পিয়ন লেখা বোর্ডের আগে বাংলা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিরিজ়ের ট্রফিটি রাখেন। পাশ থেকে হেলমেট হাতে নিয়ে হেঁটে আসেন মুশফিক। হেলমেট হাতেই সতীর্থদের উদ্দেশে কিছু অঙ্গভঙ্গি করতে দেখা যায় মুশফিকুরকে। তাঁকে দেখে বাংলাদেশি ক্রিকেটাররা হেসে উঠেন। তারপরেই তিনি সতীর্থদের সঙ্গে টিম ফটোসেশনে যোগ দেন।


 






মুশফিকুর যে ম্যাথিউজ়ের বিশ্বকাপের ঘটনাকে নকল করেই এই সেলিব্রেশন করেন, তা বুঝতেই কারুরই অসুবিধা হওয়ার কথা নয়। তবে এই ঘটনার আগে টি-টোয়েন্টি সিরিজ় জিতে শ্রীলঙ্কান ক্রিকেটাররাও ঘড়ি দেখিয়ে সেলিব্রেশনে মেতেছিলেন। মনে করিয়ে দিয়েছিলেন ম্যাথিউজ়ের সেই ঘটনা। এবার বাংলাদেশ ক্রিকেটাররাও একই কাজ করলেন।


প্রসঙ্গত, সিরিজ় নির্ণায়ক আজকের ম্যাচে মুশফিকুর নিজের অভিজ্ঞতার প্রদর্শন দিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতান। ২৩৭ রান তাড়া করতে নেমে তানজ়িদ হাসানের ৮৪ রানের ইনিংস সত্ত্বেও ১৭৮ রানে ছয় উইকেট হারিয়ে এক সময় বেশ চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে মুশফিকুর পরিপক্ক ৩৭ রানের ইনিংস খেলেন। রিশাদ হোসেন ১৮ বলে বিধ্বংসী ৪৮ রান করেন। এই ম্যাচেই আবার চোট পাওয়ায় জাকের আলিকে হাসপাতালেও ভর্তি করতে হয়।


সৌম্য সরকারের বদলি হিসাবে শ্রীলঙ্কা ইনিংসের একেবারে শেষ দিকে মাঠে নামেন জাকের আলি অনিক। ইনিংসের শেষ ওভারে তাস্কিন আমেদের করা শেষ ওভারে বড় শট খেলতে গিয়েছিলেন শ্রীলঙ্কার প্রমোদ মাদুশন। শর্ট বলে ক্যাচ তুলেছিলেন তিনি। সেটি ধরতে গিয়ে সংঘর্ষে জড়ান এনামুল হক ও পরিবর্ত হিসাবে ফিল্ডিং করতে নামা জাকের। তাঁকে আপদকালীন তৎপরতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  এনামুল অবশ্য ক্যাচটি হাতছাড়া করেননি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: বহুদিন পর প্রকাশ্যে শ্রীনিবাসন, অশ্বিন বরণের মঞ্চে আবেগের স্রোত, ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা