এডিনবরা: ক্যামেরন গ্রিনের অলরাউন্ড পারফরম্যান্সের জোরে স্কটল্যান্ডকে তৃতীয় টি-২০ ম্যাচেও হারাল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে স্কটিশদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ৬২ রান করার পাশাপাশি বল হাতে ৩টি উইকেটও নেন গ্রিন। ৬ উইকেটে ম্যাচ জিতে আসন্ন ইংল্যান্ড সফরের প্রস্তুতিটা দারুণভাবে সেরে রাখল অস্ট্রেলিয়া।
এডিনবরায় শনিবার তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এই ম্যাচে অস্ট্রেলিয়া জার্সিতে অভিষেক হয় কুপার কনোলির (Cooper Connolly)। ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করে স্কটল্যান্ড। মাত্র ২.২ ওভারে ১৮ রান যোগ করে তারা। যার মধ্যে ১২ রান করেন ও হেয়ারস। অ্যারন হার্ডির বলে ফেরেন তিনি। তবে প্রথম উইকেট পড়লেও ছন্দ পতন হতে দেননি ব্র্যান্ডন ম্যাকমালেন (Brandon McMullen) ও জর্জ মুন্সি (George Munsey)। পাওয়ার প্লে-তে ৫০ রান তুলে দেয় স্কটল্যান্ড। মুন্সি ২৫ রান করে ফেরার পরেও পাওয়ার প্লে-তে স্কটল্যান্ড ৫৬/২ তুলে ফেলে।
তবে গোটা সিরিজের মতোই এই ম্যাচেও ভাল শুরুর পরেও মুখ থুবড়ে পড়ে স্কটল্যান্ড। মিডল অর্ডারের ব্যর্থতায় সমস্যা বাড়ে স্কটিশদের। ম্যাকমালান হাফসেঞ্চুরি করেন। তিন নম্বরে নেমে পরপর ২ ম্যাচে হাফসেঞ্চুরি করেন তিনি। তবে অন্য প্রান্ত থেকে সাহায্য পাননি। ৩২ বলে হাফসেঞ্চুরি করেন ম্যাকমালেন। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৬ রান করে ফেরেন তিনি। মার্কাস স্টোইনিসের বলে তাঁর ক্যাচ অবিশ্বাস্যভাবে ধরেন ট্র্যাভিস হেড। ১৪৯/৯ স্কোরে শেষ হয় স্কটল্যান্ডের ইনিংস।
দেড়শো রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়া। কোনও রান না করে ফেরেন জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক (Jake Fraser McGurk)। চলতি মরশুমে দ্বিতীয় শূন্য তাঁর। ৩.২ ওভারে ১৮ রানে ২ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তারপর ইনিংসের হাল ধরেন অধিনায়ক মিচেল মার্শ ও গ্রিন। ৩৯ বলে ৬২ রান করেন গ্রিন। ৩১ রান করেন মিচেল মার্শ। টিম ডেভিড ১৪ বলে ২৫ রান করেন। ২৩ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ করে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: মেসি এমন কী বললেন যে কেঁদে ভাসালেন দি মারিয়ার স্ত্রী-মেয়েরা? ভিডিও ভাইরাল