ত্রিনিদাদ: সদ্য সমাপ্ত আইপিএলে অহরহই দলগুলিকে ২৫০ রানের গণ্ডি পার করতে দেখা গিয়েছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি এমনটাই দেখা যাবে? প্রস্তুতি ম্যাচে কিন্তু তেমনটাই দেখা গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিকোলাস পুরান এবং রোভম্যান পাওয়েলের দৌরাত্ম্যে ২০ ওভারে ২৫৭ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ়। জবাবে লড়াই করেও ৩৫ রানে হারতে হল অস্ট্রেলিয়াকে।


ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে শাই হোপ এবং জনসন চার্লস শুরুটা মন্দ করেননি। দুই ওপেনার ৩৮ রান যোগ করেন। হোপকে অ্যাস্টন অ্যাগার আউট করার পরেই ক্রিজ়ে নামেন পুরান। তারপর শুরু হয় ব্যাটিং ঝড়। ২৫ বল ক্রিজ়ে উপস্থিত ছিলেন তারকা ব্যাটার। সেই ২৫টি বলের মধ্যেই পাঁচটি চার ও আটটি ছক্কা, মোট ১৩টি বাউন্ডারি হাঁকান বাঁ-হাতি ব্য়াটার। শেষমেশ যখন অ্যাডাম জাম্পার বলে আউট হয়ে ক্রিজ় ছাড়েন পুরান, তখন তাঁর নামের পাশে ৭৫ রান লেখা। রোভম্যান পাওয়েলও অর্ধশতরানের ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ৫২ রানের ইনিংস।


পাওয়েল, পুরানের পর ইনিংসের শেষদিকে ঝড় তোলেন শারফেন রাদারফোর্ড। ১৮ বলে তাঁর ব্যাট থেকে আসে ৪৭ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ় ওপেনার জনসন চার্লসও ৪০ রানের ইনিংস খেলেন। জাম্পা দুই উইকেট নিলেও, তিনি চার ওভারে ৬২ রান খরচ করেন। নির্ধারিত বিশ ওভারে চার উইকেটে ২৫৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ়।


 






জবাবে অজ়িদের হয়ে ওয়ার্নার একেবারে বিধ্বংসী মেজাজে ইনিংস শুরু করেন। তিনি দুইটি চার ও একটি ছক্কা হাঁকান। তবে ওয়ার্নার ১৫ রানের বেশি করতে পারেননি। অ্যাগার ২৮ রানের ইনিংসে খেলেন। জস ইংলিশ অজ়িদের হয়ে ৫৫ রান করেন। ম্যাথু ওয়েড, টিম ডেভিডরা শুরুটা ভাল করেও কেউ বড় রান করতে পারেননি। তাই টার্গেটের কাছাকাছি পৌঁছলেও, জিততে পারেনি অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে আলজারি জোসেফ এবং গুদাকেশ মোতি দুইটি করে উইকেট নেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: এই মাঠেই হবে ভারত-পাক দ্বৈরথ, নাসাউ স্টেডিয়াম পরিদর্শন করে কী বললেন রোহিত শর্মা?