লন্ডন: বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ঠিক মনমতো হল না। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় হারতে হল পাকিস্তান দলকে। সাত উইকেটে চতুর্থ ম্য়াচে (ENG vs PAK 4th T20) হেরে ২-০ সিরিজ খোয়াল পড়শি দেশ। তবে দলের অধিনায়ক বাবর আজম (Babar Azam) এই ম্যাচেই এক বিশেষ মাইলফলক স্পর্শ করে বিরাট কোহলির কৃতিত্বে ভাগ বসালেন। 


বাবর কেনিংটন ওভালে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ২২ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। এই ৩৬ রানের ইনিংসের সুবাদেই আন্তর্জাতিক বিশ ওভারের ক্রিকেটে চার হাজার রানের গণ্ডি পার করে ফেললেন বাবর। ১১৯টি ম্যাচে বাবর ১৩০.১৫ স্ট্রাইক রেটে মোট ৪০২২ রান করেছেন এখনও। গড় ৪১.০৫। এতদিন পর্যন্ত বিরাট কোহলিই একমাত্র ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার হাজার রানের মালিক ছিলেন। কিন্তু বৃহস্পতিবারই কোহলির কৃতিত্বে ভাগ বসালেন বাবর আজম। কোহলির থেকে বর্তমানে মাত্র ১৫ রান পিছিয়ে রয়েছেন পাকিস্তান অধিনায়ক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেই কিন্তু সেই রেকর্ড ভেঙে যেতে পারে।


এই ম্যাচেই এক বিশ্বরেকর্ডও গড়ে ফেলেন পাকিস্তান নেতা। তিনি প্রথম অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫০০ রানের গণ্ডি পার করলেন। তবে তাঁর বিশ্বরেকর্ড গড়ার দিনেও দল পরাজিতই হল। ইনিংসের শুরুটা কিন্তু পাকিস্তান ভালভাবেই করেছিল। প্রথমে ব্যাট করে পাওয়ার প্লেতেই ৫৯ রান ওঠে। বাবর পাঁচটি চার এবং একটি ছয় মেরে ভালভাবেই এগোচ্ছিলেন বটে। তবে জোফ্রা আর্চারের বলে তাঁকে আউট হয়ে ফিরতে হয়।তারপর উসমান ৩৮ রান করলেও, পাকিস্তানের মিডল অর্ডার ব্যর্থ হয়। মাত্র ১৫৭ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান দল।


জবাবে ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলারের বিধ্বংসী ব্যাটিংয়ে ইংল্যান্ডের জন্য কাজ অনেকটাই সহজ হয়ে যায়। দুই ওপেনারই ব্যাটে রান পান। সল্ট ছয়টি চার ও দুইটি ছক্কার সুবাদে ২৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। জস বাটলার ২১ বলে করেন ৩৯ রান। শেষমেশ জনি বেয়ারস্টো এবং হ্যারি ব্রুক যথাক্রমে ২৮ ও ১৭ রানে অপরাজিত থেকে দলের জয় সুনিশ্চিত করেই মাঠ ছাড়েন।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আইসিসির নির্দেশে বিশ্বকাপের আগেই জার্সি বদলে বাধ্য হল উগান্ডা, কিন্তু কেন?