নিউ ইয়র্ক: আইপিএল শেষ। এতদিন পর্যন্ত যে রোহিত শর্মা, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজাদের আইপিএলে একে অপরের বিপক্ষে খেলতে দেখা যাচ্ছিল, তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে এবার ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে লড়াই করবেন। লক্ষ্য বিশ্বকাপ জয়। রাত পোহালেই সেই লক্ষ্যে নামার আগে নিজেদের একমাত্র অনুশীলন ম্যাচ খেলবে ভারতীয় দল। তার আগে নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়াম (Nassau Country International Cricket Stadium) পরিদর্শন করে দেখলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (IND vs BAN) একমাত্র অনুশীলন ম্য়াচ তো বটেই, নাসাউ স্টেডিয়ামেই বসবে ভারত বনাম পাকিস্তান, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মেগা ডুয়েলের আসর। তার আগে নাসাউ স্টেডিয়াম নির্মাতাদের প্রশংসায় পঞ্চমুখ রোহিত। আইসিসিকে তিনি জানান, 'এটা দেখতে তো খুবই ভাল। মাঠটা বেশ খোলামেলাও। আমরা এখানে প্রথমে ম্যাচে খেলতে নামব। সেই ম্যাচের জন্য তর সইছে না। এই মাঠটার পরিবেশ উপভোগ করার জন্য মুখিয়ে আছি। মাঠে বেশ অনেকজন দর্শক একসঙ্গে খেলাও দেখতে পারবেন। আশা করছি ভাল ম্যাচ হবে।'
প্রস্তুতি ম্যাচের খেলাই হয় যাতে সেখানকার পরিবেশ, পরিস্থিতির সঙ্গে দলগুলি মানিয়ে, গুছিয়ে নেওয়ার সুযোগ পায়। সেই পরিবেশ সঙ্গে খাপ খাইয়ে নেওয়ারই চেষ্টা করবে টিম ইন্ডিয়া, জানান রোহিত। তিনি বলেন, 'এর আগে তো আমরা এখানে কোনদিন খেলেনি, তাই সবার আগে পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ারই চেষ্টা করছি। ৫ জুন আমাদের প্রথম ম্যাচের সময় পরিবেশ, পরিস্থিতি কেমন হতে পারে, সেটা বোঝার চেষ্টা করব। বিষয়টা এই মাঠের পিচ, পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ছন্দ খুঁজে পাওয়াটা জরুরি।'
এই প্রথমবার যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আসর বসতে চলেছে। ভারতীয় অধিনায়ক আশাবাদী যে দর্শকরা বিশ্বকাপের মজা উপভোগ করতে মাঠ ভরাবেন। 'এখানে তো প্রথমবার বিশ্বকাপ আয়োজিত হচ্ছে, তাই আমার মনে হয় নিউ ইয়র্কের লোকজন বিশ্বকাপ দেখতে বেশ আগ্রহী এবং তারা মাঠও ভরাবেন। আমি নিশ্চিত বিভিন্ন দলের সমর্থকরা এই বিশ্বকাপ নিয়ে বেশ আগ্রহী। আমরা খেলোয়াড়রাও কিন্তু সমানভাবে মাঠে নামতে মুখিয়ে রয়েছি। বলেন ভারতীয় অধিনায়ক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আইসিসির নির্দেশে বিশ্বকাপের আগেই জার্সি বদলে বাধ্য হল উগান্ডা, কিন্তু কেন?