মুলতান: পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket Team) নতুন বিশ্বরেকর্ড। মালিক স্পিন বোলার নোমান আলি (Noman Ali)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুলতানে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে পাকিস্তান। আর সেই ম্যাচেই হ্যাটট্রিক করলেন নোমান। পাকিস্তান ক্রিকেটে টেস্ট ফর্ম্যাটে কোনও স্পিনার হ্যাটট্রিক করেননি। সাকলিন মুস্তাক, দানিশ কানেরিয়ার মত তারকা স্পিনাররাও পারেননি। সেই কাজটিই করে দেখালেন নোমান। নিজের ১৫.১ ওভারে ৪৬ রান খরচ করে মোট ৬ উইকেট তুলে নেন নোমান ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে।


হ্যাটট্রিকের যে তিনজনকে পরপর ফেরান নোমান, তাঁরা হলেন জাস্টিন গ্রেভস, তেভিন ইমলাচ ও কেভিন সিনক্লেয়ার্স। নোমানের ম্যাজিকাল স্পেলে হঠাৎ করেই ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে যায় ৩৮/৭। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৬৩ রানে শেষ হয়ে যায়। দশ নম্বর পার্টনারশিপে গুদাকেশ মোতি ও কেমার রোচ ৬৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। যার জন্যই প্রাথমিক ধাক্কা কাটিয়ে কিছুটা সম্মানজনক স্কোর বোর্ডে তুলে নেয় পাকিস্তান। পেস বোলারদের মধ্যে নাসিম শাহ শেষবার পাক পেসার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন পাক পেসার। 


পাকিস্তানের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৯৯৮ শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াসিম আক্রম দুবার হ্যাটট্রিক করেছিলেন। এছাড়াও মহম্মদ শামি ও আব্দুর রজ্জাকের হ্যাটট্রিক রয়েছে পাক ক্রিকেটে। এদিকে, মুলতান টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ রান করেছিলেন। অন্যদিকে ১৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান।


সেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত


গত বছর হিটম্যানের অধিনায়কত্বেই ভারতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিল। ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ১৭ বছর পর ফের কুড়ির ফর্ম্যাটে বিশ্য়য়কাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেই জয়ে অধিনায়ক হিসেবে ও ব্যাটার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রোহিত শর্মা। তাঁকেই তাই দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে টি টোয়েন্টি ফর্ম্যাটের বছরের সেরা দলের। এছাড়াও জায়গা করে নিয়েছেন আরও ৩ ভারতীয়। কিন্তু বিরাট কোহলি জায়গা পাননি এই স্কোয়াডে। ২০১৩ সালের পর ২০২৪। ১১ বছর পর ভারতীয় ক্রিকেট দল কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়। রোহিত শর্মার নেতৃত্বে সেই টুর্নামেন্টে টানা ৮টি ম্যাচ জিতেছিল ভারত। প্রথম কোনও অধিনায়ক হিসেবে ১০০ শতাংশ জয়ের হার নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ভারত অধিনায়ক নিজেও টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। রোহিত ছাড়া এই দলে জায়গা করে নিয়েছেন হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিংহ