ঢাকা: সদ্য ভারতের (India vs Bangladesh) বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হয়েছে। যদিও অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। তাঁর দল ২-০ ব্যবধানে হেরে গিয়েছে। তবে খেলায় তো হারজিত আছেই, তাই সেই দুঃখ ভুলে এবার অন্য মেজাজে ধরা দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ব্যাট হাতে ক্রিজে বা বল হাতে নয়। একেবারে রাঁধুনি হিসেবে দেখা গেল শাকিব আল হাসানকে (Shakib Aal Hasan)। 


নিজের ফেসবুক পেজে শাকিবের স্ত্রী শিশির কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে রান্না করতে স্ত্রী-কে সাহায্য করছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ছবির ক্যাপশনে শিশির লিখেছেন, ''শ্বশুরবাড়িতে পিকনিক হচ্ছে ও আমার ফেভারিট বিফ কারি।''


বাংলাদেশকে হোয়াইটওয়াশ ভারতের


গত বারের টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে পৌঁছেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতীয় দলকে (Indian Cricket Team)। এই বারের টেস্ট চ্যাম্পিয়নশিপও প্রায় শেষের পথে। টিম ইন্ডিয়া কি নাগাড়ে দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে? বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুইটি ম্যাচ জিতে আদৌ ভারতের লাভের লাভ কিছু হল?


কত নম্বরে ভারত?


বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় তিন নম্বরে উঠে এসেছিল ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে তালিকায় দুইয়ে পৌঁছে গেল ভারতীয় দল। গত সপ্তাহেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হার ও ভারতের জয়ের ফলেই ভারত দুইয়ে উঠে এল। জয়ের শতাংশের বিচারেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় নির্ধারিত হয়। আপাতত সেই তালিকায় সবার ওপরে আছে অস্ট্রেলিয়া দল (৭৬.৯২ শতাংশ)। তাঁদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা কার্যত পাকা।


বর্তমানে ভারত ৫৮.৯৩ শতাংশ ম্যাচ জেতায় দ্বিতীয় স্থানে রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা (৫৪.৫৫ শতাংশ) ও শ্রীলঙ্কাও (৫৩.৩৩ শতাংশ) ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তাই ভারতের ফাইনালে খেলা এখনও পাকা। টেস্ট চ্যাম্পিয়নশিপে এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেব্রুয়ারি-মার্চ মাসে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের শেষ সিরিজ। চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ভারতকে এই সিরিজে ভাল পারফর্ম করতেই হবে।


আরও পড়ুন: লক্ষ্য টানা দ্বিতীয় জয়, কাল রঞ্জিতে নাগাল্যান্ডের বিরুদ্ধে নামছে বাংলা