ওয়েলিংটন: আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে মরশুমের প্রথম ম্যাচেই চোট পান কেন উইলিয়ামসন (Kane Williamson)। তাঁর ডান হাঁটুতে চোট লাগে। তারপর থেকে মাঠের বাইরেই ছিলেন কেন। তবে সদ্যই নিউজিল্যান্ডের (New Zealand Cricket Team) অনুশীলনে দেখা গিয়েছে তারকা ব্যাটারকে। এবার কিউয়ি অধিনায়ক নিজের ফিটনেস নিয়ে নিজেই আপডেট দিলেন।
ব্ল্যাকক্যাপসের তরফে আজই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে কেন উইলিয়ামসনকে ব্যাটিং করতে দেখা যায়। অনুশীলনে ফিরতে পেরে উইলিয়ামসন বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, 'কয়েকজন চেনা পরিচিত মুখের পাশাপাশি কয়েকজন নতুন মুখকে দেখতে পেয়ে বেশ ভালই লাগল। ঘরের সামনেই অনুশীলন করতে পারছি, এটা তো বেশ ভাল কথাই। অনুশীলন করা, সবার সঙ্গে দেখা করতে পারাটা খুবই আনন্দদায়ক।'
তবে অনুশীলনে ব্যাটিং করলেও উইলিয়ামসনের ফিটনেস এখনও আন্তর্জাতিক স্তরের ধারেকাছেও নেই বলে জানান নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড (Gary Stead) । 'নেটে ওকে ব্যাট হাতে দেখে বেশ ভালই লাগছে। তবে ওর ফিটনেস এখনও আন্তর্জাতিক স্তরে খেলার মতো নয়। তবে ও ফিটনেস ফিরে পাওয়ার পথে একটু একটু করে এগোচ্ছে। ' উইলিয়ামসনও মেনে নিচ্ছেন যে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে এখনও বেশ খানিকটা কাজ বাকি রয়েছে।
ভারতের শাস্তি
ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে বৃহস্পতিবার, ৩ অগাস্ট ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI 1st T20) একে অপরের মুখোমুখি হয়েছিল। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে চার রানে জয় পায় রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ় (West Indies cricket team)। তবে এই ম্যাচের পরেই আইসিসির শাস্তির মুখে পড়তে হল দুই দলকেই।
আইসিসির তরফে জানানো হয় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় উভয় দলই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত সময়ে নিজেদের ২০ ওভার বল করতে পারেনি। সেই কারণেই শাস্তির মুখে পড়তে হল দুই দলকেই। ভারতীয় দল এক ওভার এবং ওয়েস্ট ইন্ডিজ় দুই ওভার নির্ধারিত সময়ে করতে না পারায় তাঁদের যথাক্রমে পাঁচ ও ১০ শতাংশ ম্য়াচ ফি কাটা গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বজয়ী ইংল্যান্ড তারকা