মুম্বই: বিশ্বকাপের (ODI World Cup 2023) সেমিফাইনালে প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটাররা ২২ গজ শাসন করলেন। নিউজ়িল্য়ান্ডের বিরুদ্ধে (IND vs NZ) নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটের বিনিময়ে ৩৯৭ রান তুলল টিম ইন্ডিয়া। ব্যাট হাতে কেরিয়ারের ৫০তম শতরান হাঁকিয়ে সচিন তেন্ডুলকরকে পিছনে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। অপরদিকে, নাগাড়ে দ্বিতীয় ম্যাচে শতরান হাঁকালেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এই দুই তারকার পাশাপাশি শুভমন গিলও (Shubman Gill) অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন।

  


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভাল ব্যাটিং উইকেট এবং ছোট মাঠে রোহিত শর্মাই ব্যাট হাতে ভারতীয় দলের হয়ে শুরুটা স্বপ্নের মতো করেন। যে ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে তাঁকে ১১ বার আউট হতে হয়েছে, সেই বোল্টকে এগিয়ে এসে কভারের উপরের দিয়ে 'হিটম্যান'র ছক্কা হাঁকানোর মাধ্যমেই তার প্রমাণ মেলে। মাত্র ৫.২ ওভারেই বিনা উইকেটে অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলে ভারতীয় দল


একদিকে রোহিত যখন আগ্রাসী ছন্দে সাউদি, বোল্টদের মাঠের বাইরে ফেলছেন, তখন অপরপ্রান্তে গিল দেখেশুনে নিজের ইনিংস গড়েন। স্বপ্নের ছন্দে থাকা রোহিতকে অর্ধশতরানের দোরগোড়ায় ফেরান টিম সাউদি। পিছনে ছুটে অনবদ্য ক্যাচ ধরেন কেন উইলিয়ামসন। ২৯ বলে ৪৭ রানে শেষ হয় রোহিতের ইনিংস। রোহিত আউট হওয়ায় দর্শকদের প্রবল গর্জনের মাঝেই ক্রিজে বিরাট কোহলির আগমন ঘটে। 


শুরুতেই তাঁর বিরুদ্ধে এলবিডব্লুর আপিল হয়। রিভিউ নিয়েও লাভের লাভ হয়নি। বেঁচে যান কোহলি। লকি ফার্গুসনকে চার ও ছক্কা হাঁকিয়ে ১৩ নম্বর ওভারেই ভারতকে শতরানের গণ্ডি পার করান শুভমন গিল। ৪১ বলে গিল নিজের অর্ধশতরান পূরণ করেন। এক উইকেটে হারিয়েই ১৫০ রানের গণ্ডি পার করে ভারতীয় দল। ৭৯ রানে মুম্বইয়ের প্রবল গরমে ক্র্যাম্প নাজেহাল শুভমন গিল রিটায়ার্ড হার্ট হতে বাধ্য হন। এরপরেই বিরাটকে সঙ্গ দিতে মাঠে নামেন শ্রেয়স আইয়ার। শুরু হয় এক দুরন্ত পার্টনারশিপ। বিরাট ও শ্রেয়স ১৬৩ রান যোগ করেন।


দেখতে দেখতেই অর্ধশতরান এবং শতরান হাঁকিয়ে ফেলেন কোহলি। ৫০তম শতরানে সচিনকে পিছনে ফেলেন তিনি। তবে শতরানের গণ্ডি পার করেই সাজঘরে ফিরতে হয় কোহলিকে। শ্রেয়স আইয়ারও বিশ্বকাপে ছন্দে রয়েছেন। তিনি মাত্র ৩৫ বলে নাগাড়ে চতুর্থবার অর্ধশতরানের গণ্ডি পার করেন। কোহলি আউট হওয়ার পরও শ্রেয়সের আগ্রাসন কমেনি। তিনি অনায়াসেই কিউয়ি বোলারদের নিমেষে মাঠের বাইরে ফেলে দিতে থাকেন। মাত্র ৬৭ বলে নাগাড়ে বিশ্বকাপের দ্বিতীয় শতরান পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। 


শতরানের পর বেশিক্ষণ টিকতে পারেননি শ্রেয়সও। ১০৫ রানে তাঁর ইনিংস শেষ হয়। কেএল রাহুল অপরাজিত থাকেন ৩৯ রানে। এই বিশ্বকাপে নিউজ়িল্যান্ডই ৪০১ রান করে পরাজিত হয়েছে। তাই আগেভাগে ম্যাচের ফলাফল নিয়ে কিছু বলা যায় না। তবে ওয়াংখেড়তে বিশ্বকাপ সেমিফাইনালে যে ৩৯৮ রান তাড়া করা মুখের কথা হবে না, তা বলাই বাহুল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: সেমিফাইনালে বিরাট-বিক্রমে মুগ্ধ সৌরভ, মহারাজের কীর্তি স্পর্শ কিংগের