মুম্বই: আজ ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ১২ বছর আগে একই প্রতিপক্ষকে এই মাঠে হারিয়েই দ্বিতীয়বার ৫০ ওভারের বিশ্বকাপ নিজেদের নামে করেছিল ভারতীয় ক্রিকেট দল। আজ দ্বীপরাষ্ট্রকে হারালে বিশ্বকাপের (ODI World Cup 2023) সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলবে টিম ইন্ডিয়া।  


একদিকে যেখানে ভারতীয় দল বিশ্বকাপে নাগাড়ে ছয় ম্যাচ জিতে লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে, সেখানে শ্রীলঙ্কা চোটআঘাতে জর্জরিত। ছয় ম্যাচের চারটিতেই পরাজিত হতে হয়েছে দ্বীপরাষ্ট্রকে। লিগ তালিকায় সাতে রয়েছেন তারা। দুই ভিন্ন মেরুতে অবস্থিত দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব। তবে ৫০ ওভারের লড়াইয়ে দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যে কে এগিয়ে, কে পিছিয়ে?


এশিয়ার দুই সেরা দলের মধ্যে মুখোমুখি সাক্ষাৎকারে ভারতীয় দল বেশ অনেকটাই এগিয়ে রয়েছে। টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৮টি ওয়ান ডে ম্যাচ জিতেছে। অপরদিকে শ্রীলঙ্কা মুখোমুখি লড়াইয়ে বেশ খানিকটা পিছিয়ে। ৫৭টি ম্যাচ জিতেছে ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান দল। দুই দলের ১১টি ম্যাচে কোনওরকম ফলাফল হয়নি।


এই ম্যাচেই ভারতীয় সমর্থকরা আশা করছিলেন যে দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য এই ম্যাচেই মাঠে ফিরবেন। শোনা যাচ্ছিল এই ম্যাচের আগে হার্দিক ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। তবে তেমনটা হয়নি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানান হার্দিক ভালভাবেই সুস্থ হয়ে উঠছেন, তবে তিনি শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারবেন না।


ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, 'হার্দিকের আপডেট অত্যন্ত ইতিবাচক। ওর সুস্থ হওয়ার প্রক্রিয়া ঠিকঠাকভাবেই এগোচ্ছে। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবে না ও। হার্দিকের শারীরিক পরিস্থিতির দিকে আমরা প্রত্যেকদিনই নজর রেখেছি। আশা করছি দ্রুতই ফিরে আসবে ও। এখন এর থেকে বেশি আর কিছু বলা সম্ভব নয়।'


এই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্য়াথিউজ়ের দিকে নজর থাকবে। ভারতের বিরুদ্ধে ৫৩.৫৭ গড় এবং ৮৪.৯৩ স্ট্রাইক রেটে ম্যাথিউজ় রান করেছেন। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও তারকা অলরাউন্ডের পারফরম্যান্স কিন্তু টিম ইন্ডিয়া, আরও ভাল করে বলতে হলে অধিনায়ক রোহিত শর্মার বিরুদ্ধে বেশ ভাল। ওয়ান ডেতে সাত সাতবার রোহিতকে আউট করেছেন ম্যাথিউজ়। তাই এই দুই তারকার দ্বৈরথের দিকেও সকলের নজর থাকবে।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগেই পরিবেশ নিয়ে সতর্কবার্তা রোহিতের