মুম্বই: ২০১১ সালের পর ২০২৩, ফের একবার সেই ময়দান। প্রতিপক্ষও একই। ২০১১ সালে যে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বখেতাব নিজেদের নামে করেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team), সেই মাঠেই ফের একবার বৃহস্পতিবার ২০২৩ বিশ্বকাপের (ODI World Cup 2023) ম্যাচে দ্বীপরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতলেই ভারতের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনো নিশ্চিত। এই ম্যাচের আগেই পরিবেশ নিয়ে সতর্কবার্তা (Air Pollution) দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)।


মায়ানগরী মুম্বই রোহিত শর্মার নিজের শহর। সেই শহরেই বাতাসে দূষণ নিয়ে উদ্বেগ রয়েইছে। সেই কথা মাথায় রেখেই মুম্বইয়ে ভারতের ম্যাচের পর বিসিসিআই আতসবাজি না ফাটানোরই সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা ম্যাচের আগে রোহিত শর্মা স্পষ্ট জানিয়ে দেন ভবিষ্যত প্রজন্ম যাতে কোনও চিন্তাভাবনা না করেই সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে, তা সুনিশ্চিত করার প্রয়োজন।


ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে তাহলে তো আমাদের এই বিষয়ে কথা বলতেই হয় না। তবে আমি নিশ্চিত যে মানুষজন এর জন্য যা যা করণীয় তা করছেন। পরিস্থিতি সত্যি বলে খুব একটা ভাল নয়। আপনাদের, আমার সকলের সন্তানরা যাতে নির্ভয়ে জীবন কাটাতে পারে, সেটা সুনিশ্চিত করা আমাদেরই দায়িত্ব। তাই ক্রিকেটের বাইরে যদি আমাকে কিছু নিয়ে কথা বলতেই হয়, তাহলে আমি সবসময় এই বিষয়ে কথা বলব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা তো আমাদেরই ভাবতে হবে।'


ম্যাচের ভারতীয় অধিনায়ক দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর শারীরিক পরিস্থিতিরও আপডেট দেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হার্দিক গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরেই গত দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। শোনা যাচ্ছিল চোট সারিয়ে মুম্বইয়ে টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন তিনি। তবে তেমনটা হচ্ছে না। হার্দিকের শারীরিক আপডেট দিয়ে রোহিত বলেন, 'হার্দিকের আপডেট অত্যন্ত ইতিবাচক। ওর সুস্থ হওয়ার প্রক্রিয়া ঠিকঠাকভাবেই এগোচ্ছে। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবে না ও। হার্দিকের শারীরিক পরিস্থিতির দিকে আমরা প্রত্যেকদিনই নজর রেখেছি। আশা করছি দ্রুতই ফিরে আসবে ও। এখন এর থেকে বেশি আর কিছু বলা সম্ভব নয়।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: গল্ফ কার্টের থেকে মাঠে পড়ে মাথায় চোট, ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল