ঢাকা: বিশ্বকাপের (ODI World Cup 2023) শুরুটা ভাল করেও পরপর দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজ়িল্য়ান্ডের বিরুদ্ধে হেরে বেশ চাপে বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। সামনেই ঘরের মাঠে খেলা বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারতের বিরুদ্ধে টাইগারদের কঠিন লড়াই। এরই মাঝে বিতর্কে জড়ালেন দলের তারকা ক্রিকেটার লিটন দাস (Litton Das)। 


বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক প্রচুর। তাঁদের পারফরম্যান্স যেমনই হোক না প্রিয় দলের হয়ে মাঠে গলা ফাটাতে কুন্ঠা বোধ করেন না কেউই। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের খুঁটিনাটি খবর সমর্থকদের কাছে পৌঁছে দিতে এদেশে প্রচুর সাংবাদিক এসেছেন। তাঁদের সঙ্গেই দুর্ব্যবহার করে বসেন লিটন। পুণেতে লিটন দাস নিরাপত্তাকর্মীদের ডেকে বাংলাদেশ দলের হোটেল থেকে সাংবাদিকদের জোর করে দূরে সরিয়ে দেন। এই ঘটনার জেরে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয় দলের তারকা কিপার-ব্যাটারকে।


চাপের মুখে পড়ে লিটন সকলের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন। নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ তিনি ক্ষমা চেয়ে একটি পোস্টে লেখেন, 'গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পিছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।' 



বাংলাদেশ দলের পাশাপাশি লিটনের ব্যাটও এখনও পর্যন্ত খুব একটা বেশি কথা বলেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি লড়াকু ৭৬ রানের ইনিংস খেললেও নিজের জন্মদিনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। বিশ্বকাপের তিন ম্যাচে এখন পর্যন্ত তাঁর মোট সংগ্রহ ৮৯ রান। ভারতের বিরুদ্ধে ম্যাচ জিততে হলে ইনিংসের শুরুতে লিটনের ব্যাট চলাটা যে কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে আর বলার কিছু নেই।


বৃহস্পতিবার, ১৯ অক্টেবর ভারত ও বাংলাদেশের পুণের এমসিএ স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। এই ম্যাচের আগে দলের অধিনায়ক শাকিব আল হাসানের চোট বাংলাদেশি সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে। তিনি কিউয়িদের বিরুদ্ধে ম্যাচে বাঁ উরুতে চোট পেয়েছেন। তবে শাকিব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন বলেই জানিয়েছেন বাংলাদেশ দলের ডিরেক্টর খালেদ মামুদ। এখন দেখার ২২ গজে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় কি না।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: মার্শ, ইংলিশের হাফসেঞ্চুরি, শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপের প্রথম জয় পেল অস্ট্রেলিয়া