নয়াদিল্লি: রমরমিয়ে চলছে বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। মেগা টুর্নামেন্ট একেবারে 'বিজনেস এন্ডে' চলে এসেছে। শুরুটা মন্থরভাবে করলেও, টুর্নামেন্টের শেষ চারে পৌঁছনোর দৌড়ে রয়েছে রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও (Australian Cricket Team)। সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্যে থাকা দলের সামনের ম্যাচগুলি ভীষণই গুরুত্বপূর্ণ। তবে এর মাঝেই অজ়ি শিবিরে বড় ধাক্কা।


বিশ্বকাপের মাঝেই দেশে ফিরলেন দলের তারকা অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh)। বৃহস্পতিবার, ২ নভেম্বর তিনি নিজের দেশের উদ্দেশে রওনা দেন। শুধু যে তিনি দেশে ফিরেছেন এমনটা নয়, তিনি আদৌ ভারতে বাকি টুর্নামেন্ট খেলতে ফিরবেন কি না, সেই বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। ব্যক্তিগত কারণেই তিনি ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরেছেন বলে জানানো হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'ব্যক্তিগত কারণে মিচেল মার্শ বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরেছেন। ও ঠিক কবে আবার দলের সঙ্গে যোগ দিতে পারবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি'।  


মার্শের অস্ট্রেলিয়ান দলের সতীর্থরা কিন্তু তাঁর পাশেই রয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা সাফ জানিয়ে দেন অজ়ি দলের তারকা ক্রিকেটার মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। তারকা অলরাউন্ডার বলেন, 'গতকাল ভোররাতের দিকে ও দেশে ফিরে গিয়েছে। ওর পরিবারে কিছু সমস্যা চলছে। সবসময়ই পরিবার সবার আগে। তাই ও একেবারে সঠিক কাজই করেছে। এখন ওর যাদের সঙ্গে থাকা প্রয়োজন ও তাদের সঙ্গেই রয়েছে। কবে ও ফিরবে সেই নিয়ে যদিও কিছু নির্ধারিত নেই, তবে আশা করছি বাড়িতে যা প্রয়োজন তা করে ও দ্রুতই ফিরবে। ও কাল সকলকে জানায় যে ও বাড়িতে কিছুটা সময় থাকবে এবং তারপরেই ফিরে এসে বিশ্বকাপ জিতবে। এটা ওর মানসিকতার পরিচয়বাহক।'


ইতিমধ্যেই আরও এক ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না গ্লেন ম্যাক্সওয়েল। অজি মিডিয়া সূত্রে খবর, গল্ফ কার্টের থেকে পড়ে গিয়ে সংজ্ঞা হারান ম্যাক্সওয়েল। কনকাশন হয় তাঁর। সেই কারণেই ৪ নভেম্বরের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। এই জোড়া ধাক্কা কাটিয়ে অজ়িরা ইংল্যান্ডকে হারাতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ওয়াংখেড়েতে দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের দ্বৈরথ, মুখোমুখি সাক্ষাতে ভারত না শ্রীলঙ্কা, কে এগিয়ে?