ওয়েলিংটন: বুধবার, ১ নভেম্বর বিশ্বকাপে (ODI World Cup 2023) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুণের এমসিএ ময়দানে মুখোমুখি হয়েছিল নিউজ়িল্যান্ড (New Zealand Cricket Team)। এই ম্যাচেই চোটের কবলে পড়েন কিউয়ি দলের তারকা বোলার ম্যাট হেনরি। ডান পেশিতে চোট পান তিনি। তাঁর চোট ঠিক কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। এরই মাঝে দেশ থেকে তারকা অলরাউন্ডার কাইল জেমিসনকে উড়িয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নিউজ়িল্যান্ড টিম ম্যানেজমেন্ট। 


নিউজ়িল্যান্ড ক্রিকেটের তরফে এক বিবৃতিতে বলা হয়, 'ভারতে চলা বিশ্বকাপের জন্য ব্ল্যাকক্যাপস দলে কভার হিসাবে কাইল জেমিসনকে ডাকা হয়েছে। জেমিসন টুর্নামেন্টে শুরুর দিকে টিম সাউদির কভার হিসাবে দলের সঙ্গে ছিলেন। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে বৃহস্পতিবার শেষের দিকেই বেঙ্গালুরু পৌঁছে যাবেন তিনি।'  


 






 


আরেক কিউয়ি ফাস্ট বোলার লকি ফার্গুসনও চোটের কবলে। তাঁর এখিলিস হিলে চোট রয়েছে। সেই কারণেই ব্যাক আপ ডেকে নেওয়া ছাড়া আর কোনও বিকল্প ছিল না বলেই জানান কিউয়ি কোচ গ্যারি স্টিড (Gary Stead)। তিনি বলেন, 'ম্যাটের চোটের গভীরতা এবং পাকিস্তান ম্যাচের জন্য যেহেতু বেশি সময় বাকি নেই, তাই আমাদের আর কোনও বিকল্প নেই। আমরা আর এক বোলার কম নিয়ে মাঠে নামার ঝুঁকি নিতে পারি না।'


ম্যাট হেনরির চোটের গভীরতা সম্পর্কে স্ক্যানের রিপোর্ট আসার পরেই জানা যাবে। তবে স্টিড আশাবাদী যে দলের তারকা বোলার দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। বিশ্বকাপের প্রাথমিক দলে না থাকলেও কাইল জেমিসন কিন্তু ভারতে খেলতে নামার জন্য ভালভাবেই প্রস্তুত বলে জানান স্টিড।


'কাইল ভারতে আসার জন্য রওনা দিয়ে দিয়েছে এবং ওকে দলে স্বাগত জানাতে আমরা মুখিয়ে রয়েছি। ও শুক্রবার আমাদের সঙ্গে অনুশীলন করবে যাতে শনিবার প্রয়োজনে মাঠে নামতে পারে। কাইল আমাদের সঙ্গে টুর্নামেন্টের শুরুর গিকে দুই সপ্তাহ অনুশীলন করার সুযোগ পেয়েছিল। তারপর প্লাঙ্কেট শিল্ডের ম্যাচও খেলেছে। তাই আমরা আশাবাদী যে ওর ম্যাচ ফিটনেস নিয়ে কোনওরকম সমস্যা নেই। ' বলেন নিউজ়িল্যান্ড কোচ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরলেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার