লনখউ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা (AUS vs SA)। ৩১২ রান তাড়া করতে নেমে মাত্র ১৭৭ রানেই অল আউট হয়ে গেল অজ়িরা। বিশ্বকাপে (ODI World Cup 2023) দক্ষিণ আফ্রিকার জয়ের ধারা অব্যাহত রইল। প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাডা (Kagiso Rabada) সবথেকে বেশি তিন উইকেট নেন, খরচ করেন ৩৩ রান। এটাই টুর্নামেন্টের ইতিহাসে অস্ট্রেলিয়ার সবথেকে বড় পরাজয়। 


বড় রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। প্রোটিয়াদের হয়ে নতুন বলে ইনিংস শুরু করা দুই বোলার লুনগি এনগিডি ও মার্কো জানসেন যথাক্রমে দুই অজ়ি ওপেনার ডেভিড ওয়ার্নার (১৩) ও মিচেল মার্শকে (৭) ফেরান। অজ়ি দলের ব্যাটিং স্তম্ভ স্টিভ স্মিথ শুরুটা আক্রমণাত্মক মেজাজেও করলেও, কাগিসো রাবাডা তাঁকে ১৯ রানে এলবিডব্লু করলে অস্ট্রেলিয়া ৫০ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে।


রাবাডার আগুনে বোলিংয়েই অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ছারখার হয়ে যায়। তিনি জস ইংলিশ (৫) ও মার্কাস স্টোইনিকে (৫) ফেরান। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটও চলেনি। মাত্র তিন রানে কেশভ মহারাজের বলে আউট হন 'বিগ শো'। ৭০ রানে ছয় উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেই পরিস্থিতিতে মার্নাস লাবুশেন ও মিচেল স্টার্ক সপ্তম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ৬৯ রান যোগ করেন দুইজনে। মার্নাস লাবুশেন ৪৬ ও স্টার্ক ২৭ রানের ইনিংস খেলেন। অধিনায়ক প্যাট কামিন্স শেষের দিকে ব্যাটে নেমে ২২ রানের ইনিংস খেলেন বটে। তবে ১৭৭ রানের বেশি এগোতে পারেনি অজ়ি ইনিংস।


 






প্রোটিয়াদের হয়ে এদিন পাঁচ বোলারই সাফল্য পেয়েছেন। রাবাডার তিন উইকেট বাদে মার্কো জানসেন, মহারাজ ও তাবরেজ শামসি দুইটি করে উইকেট নেন। একটি উইকেট পান এনগিডি। দুই ম্যাচ হারের পর জয়ের আশায় এরপর অস্ট্রেলিয়া আগামী সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মঙ্গলবার মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। শতরানের ইনিংসের জন্য প্রোটিয়া কিপার-ব্যাটার কুইন্টন ডি'কককে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ডেঙ্গির প্রভাব এবার কমেন্ট্রিবক্সেও, ভারত-পাকিস্তান ম্যাচে নেই তারকা ধারাভাষ্যকার