নয়াদিল্লি: রমরমিয়ে চলছে বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। টুর্নামেন্ট একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আরও চড়ছে উত্তেজনার পারদও। তবে শুধু বিশ্বকাপ নিয়ে উত্তেজনা নয়, পরিবেশ দূষণ সংক্রান্ত উদ্বেগও বাড়ছে পাল্লা দিয়ে। এই উদ্বেগের জেরেই বাধ্য হয়ে অনুশীলনই বাতিল করে দিল শ্রীলঙ্কা ক্রিকেট দল (Sri Lanka Cricket Team)।
দিল্লি, মুম্বইয়ের বাতাস নিয়ে সাম্প্রতিক সময়ে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে। শীতের আগমনের আগেভাগেই দিল্লির দূষণের মাত্রা তড়তড়িয়ে বাড়ছে। বাতাসের দূষণের জেরেই শনিবার শ্রীলঙ্কান টিমের মেডিক্যাল দলের পরামর্শে কুশল মেন্ডিসরা নিজেদের অনুশীলনে বাতিলই করে দেন। সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই শ্রীলঙ্কা ও বাংলাদেশ একে অপরের মুখোমুখি হবে। তার আগেই দেশের রাজধানীতে পৌঁছে গিয়েছে দুই দল। সেই ম্যাচের অনুশীলন সারতে গিয়েই বিপাকে পড়তে হল শ্রীলঙ্কাকে।
এই ঘটনা অবশ্য শুধু শ্রীলঙ্কা নয় বাংলাদেশের সঙ্গেও ঘটেছে। শুক্রবার বাংলাদেশ দলও একই কারণে নিজেদের অনুশীলন শিবির বাতিল করতে বাধ্য হয়। বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বাংলাদেশের অনুশীলন বাতিলের খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। বায়ুদূষণ থেকে দলের ক্রিকেটাররা যাতে রক্ষা পান, তার জন্যই এই অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খালেদ মাহমুদ জানান, 'আমাদের আজ অনুশীলন ছিল। কিন্তু পরিবেশ পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমরা ঝুঁকি নিইনি। অনুশীলনের জন্য আরও ২ দিন পাব। কারও কারও কাশি হয়েছে। ফলে ঝুঁকি তো রয়েইছে। আমরা কেউ অসুস্থ হতে চাই না। পরিস্থিতির উন্নতি ঘটবে কি না, সেটাও জানি না। তবে শনিবার অনুশীলন করব। ৬ নভেম্বরের ম্যাচের জন্য আমরা সব ক্রিকেটারকে ফিট চাই।'
নয়াদিল্লির এই দূষণ যে উদ্বেগজনক, তা বলাই বাহুল্য। রাজধানীর AQI ৪০০ ছাড়িয়েছে। আইসিসির তরফে এই বিষয়ে এই নিয়ে এক আধিকারিক উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি জানান যে বিসিসিআই এবং আইসিসি নয়াদিল্লির পরিবেশ দূষণকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে। ম্যাচের দিন বাকি পরিস্থিতির মতো পরিবেশের অবস্থাও বিচার করে আদৌ তা ম্যাচ খেলার জন্য যোগ্য কি না, সেই সিদ্ধান্ত নেবেন আধিকারিকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সমর্থকদের জন্য বিশেষ ঘোষণা কলকাতা মেট্রোর