কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) সম্ভবত সবথেকে প্রত্যাশিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচের আগেরদিন, আজ শনিবার, ৪ নভেম্বর কলকাতা মেট্রো তরফে বিশেষ ঘোষণা করা হল। 


ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ উপলক্ষ্যে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে ম্যাচের দিন অর্থাৎ রবিবার বিশেষ মেট্রো পরিষেবা চালু করা হল। এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বেরর দিকে রাত ১০.৪৫ মিনিটে শেষ মেট্রো চলবে। অপরদিকে, এসপ্ল্যানেড থেকে ওই একই সময়ে কবি সুভাষের দিকেও শেষ মেট্রো ছাড়বে। ম্যাচের দিন সমর্থকদের ফেরার কথা ভেবেই এই বিশেষ মেট্রো চালু করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। 


রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পাশাপাশি ওইদিনই আবার বিরাট কোহলির জন্মদিনও বটে। 'কিং কোহলি'র জন্মদিন উপলক্ষ্যে সিএবি তরফে কেক কাটা থেকে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। ভারতের শেষ ম্যাচে মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল ইনিংস খেলেও, অল্পের জন্য শতরান হাতছাড়া করেন মহাতারকা ব্য়াটার। ইডেনে কোহলির সেঞ্চুরি হাঁকানোর আশায় অনেক সমর্থকই ভিড় জমাবেন। ক্রিকেটের নন্দন কাননে শতরান হাঁকালেই কোহলি সচিনের ওয়ান ডেতে সর্বাধিক শতরান হাঁকানোর কৃতিত্বে ভাগ বসাবেন। ভারতের সামনে আটে আট করার সুযোগও রয়েছে। সেই কথা মনে করিয়ে দিয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে এই বিশেষ মেট্রোর ঘোষণা করা হয়।


প্রসঙ্গত, আজই হার্দিকের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথাও ভারতীয় বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পান হার্দিক। সেই চোট সারাতে ব্যর্থ তিনি। তাই তাঁকে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হল। নিজের হতাশা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় হার্দিক লিখেছেন, 'বাকি বিশ্বকাপে আমি খেলতে পারব না, ব্যাপারটা হজম করাটাই কঠিন। তবে আমি দলের সঙ্গে আছি। মনের দিক থেকে, প্রত্যেক ম্যাচে প্রত্যেক বলে আমি দলের হয়ে গলা ফাটাব। এত ভালবাসা, শুভেচ্ছা ও সমর্থনের জন্য ধন্য়বাদ। অবিশ্বাস্য লাগছে। এই দলটা খুব স্পেশ্যাল আর আমি নিশ্চিত গোটা দেশকে গর্বিত করে তুলব। সকলকে ভালবাসা জানাই। এইচপি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য