পুণে: নিজেদের বিগত ম্যাচে দুই দলই জয় পেয়েছিল। চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) সেই জয়ের ধারার অব্যাহত রাখার লক্ষ্যে আজ পুণের এমসিএ স্টেডিয়ামে আফগানিস্তান ও শ্রীলঙ্কা (AFG vs SL) একে অপরের মুখোমুখি হয়েছে। ম্যাচে বল হাতে আগুন ঝরালেন তরুণ আফগান ফাস্ট বোলার ফজলহক ফারুখি (Fazhalhaq Farooqi)। চার উইকেট নিলেন তিনি। তাঁর বোলিংয়ে ভর করেই শ্রীলঙ্কাকে ২৫০ রানের গণ্ডিও পার করতে দিল না আফগানিস্তান। একাধিক লঙ্কান ব্যাটার শুরুটা ভাল করলেও, কেউই অর্ধশতরানের গণ্ডিও পার করতে পারলেন না। শেষমেশ ২৪১ রানেই অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা।    


এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। দুই এশিয়ান দলের মধ্যে ম্যাচের শুরুটা কিন্তু খানিকটা মন্থরভাবেই হয়। ইনিংসের পঞ্চম ওভারে প্রথম চারটি মারেন দিমুথ করুণারত্নে। কিন্তু তারপরেই ১৫ রানে তাঁকে সাজঘরে ফেরান ফজলহখ ফারুখি। ২২ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কার হয়ে পাথুম নিসঙ্কা (Pathum Nissanka) এবং কুশল মেন্ডিস ৬২ রানের পার্টনারশিপ গড়েন।


আজ়মাতুল্লাহ ওমরজ়াই নিসঙ্কাকে অর্ধশতরানের দোরগোড়ায় ৪৬ রানে সাজঘরে ফেরান। এরপর ফর্মে থাকা সাদিরা সামারাবিক্রমা ক্রিজে নামেন। তিনি শুরুটা ভালভাবেই করেছিলেন। তবে রানের গতি অবশ্য বাড়াতে পারছিলেন কেউই। এই প্রয়াসেই পরপর ওভারে মুজিব উর রহমানের বলে প্রথম মেন্ডিস ৩৯ রানে এবং সামারাবিক্রমা ৩৬ রানে সাজঘরে ফেরেন। চার উইকেট হারানোর পর চরিথ আসালঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভা ইনিংস করার চেষ্টা করলেও, দুইজনের কেউই বড় রান করতে পারেননি। তাঁরা যথাক্রমে ২২ ও ১৪ রানে সাজঘরে ফেরেন।


শ্রীলঙ্কা ২৫০ রানের গণ্ডি পার করার জন্য অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ের দিকে তাকিয়ে ছিল। অভিজ্ঞ শ্রীলঙ্কান তারকা বহু যুদ্ধের ঘোড়া। তবে তিনিও দলকে বেশিদূর এগিয়ে নিতে যেতে পারেননি। ফারুখির বলে ২৩ রানে ফিরতে হয় তাঁকে। শেষের দিকে মাহিশ থিকসানা ২৯ রানের ছোট্ট ইনিংস খেলে দলকে ২৫০ রানের কাছাকাছি পৌঁছ দেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভারতের কাছে হারের ধাক্কাতেই কি বেসামাল বিশ্বকাপে পাক অভিযান? কী বলছেন পাকিস্তানের কোচ?