লখনউ: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামা শ্রীলঙ্কার বিরুদ্ধে (NED vs SL) শতরানের গণ্ডি পার করার আগেই ছয় উইকেট হারিয়ে এক সময় কার্যত ধুঁকছিল নেদারল্যান্ডস। সেই পরিস্থিতি থেকে ডাচদের লড়াইয়ে ফেরালেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট (Sybrand Engelbrecht) ও লোগান ভ্যান বিক (Logan Van Beek)। দুই জনের ১৩০ রানের পার্টনারশিপে ভর করে ২৬২ রান তুলল নেদারল্যান্ডস। এঙ্গেলব্রেখ্ট ও ভ্যান বিক, উভয়েই অর্ধশতরান হাঁকালেন। শ্রীলঙ্কার হয়ে দিলশান মধুশঙ্কা (Dilshan Madhushanka) ও কাসুন রাজিথা (Kasun Rajitha) চারটি করে উইকেট নেন।


নিজেদের গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড় চমক দিয়েছিল নেদারল্যান্ডস। এদিনও জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নেমেছে ডাচরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তবে শুরুটা কিন্তু একেবারেই ভালভাবে করতে পারেনি ডাচরা। বিক্রমজিত সিংহকে মাত্র চার রানে সাজঘরে ফিরিয়ে ডাচদের প্রথম ধাক্কাটি দেন কাসুন রাজিথা। ম্যাক্স ও'দউদ এবং কলিন অ্যাকারম্যান পার্টনারশিপ গড়ে ডাচদের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও রাজিথাই যথাক্রমে ১৬ ও ২৯ রানে তাঁদের পরপর ওভারে সাজঘরে ফেরত পাঠান।


ডাচদের টপ অর্ডার যেখানে রাজিখা ধ্বংস করেন, সেখানে মিডল অর্ডারে চিড় ধরান মধুশঙ্কা। বাস ডি লিডে (৬), স্কট এডওয়ার্ডসদের (১৬) ফেরান তিনি। একসময় ৯১ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল ডাচরা। সেখান থেকেই ইনিংসের হাল ধরেন এঙ্গেলব্রেখ্ট ও ভ্যান বিক। দুইজনে দেখেশুনে দলকে দুইশো রানের গণ্ডি পাক করান। এঙ্গেলব্রেখ্ট ৮২ বলে ৭০ রান করেন। ভ্যান বিকের সংগ্রহ ৭৫ বলে ৫৯ রান। ডাচদের লোয়ার অর্ডারে আর কেউ তেমন রান পাননি। ৫০ ওভার শেষ হওয়ার দুই বল বাকি থাকতেই ২৬২ রানে সমাপ্ত হয় ডাচদের ইনিংস।


একসময় যেখানে এঙ্গেলব্রেখ্টরা ১৫০ রানও করকে পারবে কি না সন্দেহ হচ্ছিল, সেখান থেকে ২৫০ রানের গণ্ডি পার করে কিন্তু তাঁরা দলকে লড়াইয়ের রসদ এনে দিলেন। নেদারল্যান্ডস জয়ের ধারা অব্যাহত রাখে, না শ্রীলঙ্কা নিজেদের প্রথম জয় পাবে, এবার সেটাই দেখার বিষয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া, বুমরা, সিরাজকেই সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন কুলদীপ