নয়াদিল্লি: ইতিমধ্যেই বিশ্বকাপ (ODI World Cup 2023) শুরু হয়েছে দুই সপ্তাহ পেরিয়ে গিয়েছে। রমরমিয়ে চলছে পঞ্চাশের পাঞ্জা। সবকয়টি দলই কিন্তু ইতিমধ্যেই অন্তত তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। বর্তমানে দশ দলের মধ্যে দুইটি দলই অপরাজিত রয়েছে। অপরদিকে, একটিমাত্র দল এখনও পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে পারেনি। পয়েন্ট তালিকায় ঠিক কত নম্বরে রয়েছে ভারত (Indian Cricket Team)?
বিশ্বকাপে তড়তড়িয়ে ছুটছে টিম ইন্ডিয়ার জয়ের রথ। চারটি ম্যাচের প্রতিটিতেই জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন রোহিতরা। তারপর থেকে একে একে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশকে মাটি ধরিয়েছে ভারত। তবে তা সত্ত্বেও টিম ইন্ডিয়া কিন্তু পয়েন্ট তালিকার শীর্ষে নেই। সেই স্থানে আপাতত রয়েছে নিউজ়িল্যান্ড দল (New Zealand Cricket Team)। ভারতের মতো কিউয়িরাও নিজেদের চারটি ম্যাচই জিতেছে। তবে নিউজ়িল্যান্ডের নেট রান রেট (+১.৯২৩) ভারতের নেট রান রেটের (+১.৬৫৯) থেকে বেশি। সেই সুবাদেই তাই কিউয়িরা আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে। আগামীকাল ধর্মশালায় এই দুই দলই একে অপরের মুখোমুখি হতে চলেছে। তাই রবিবাসরীয় মেগাডুয়েলের পর কিন্তু বিশ্বকাপে আর একটিমাত্র দলই অপরাজিত থাকবে।
অপরদিকে, একমাত্র দল হিসাবে শ্রীলঙ্কা এখনও একটি ম্যাচও জিততে পারেনি। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই পরাজিত হয়েছে দ্বীপরাষ্ট্র। তারা পয়েন্ট তালিকার একেবারে তলানিতে রয়েছে। তালিকার একেবারে মাঝে চার পয়েন্টে আটকে রয়েছে তিন দল, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। সুতরাং, সব মিলিয়ে যে বিশ্বকাপের লড়াই জমে উঠেছে, তা বলাই বাহুল্য।
দল | ম্য়াচ | জয় | হার | পয়েন্ট |
নেট রান রেট |
নিউজ়িল্যান্ড | ৪ | ৪ | ০ | ৮ | +১.৯২৩ |
ভারত | ৪ | ৪ | ০ | ৮ | +১.৬৫৯ |
দক্ষিণ আফ্রিকা | ৩ | ২ | ১ | ৪ | +১.৩৮৫ |
অস্ট্রেলিয়া | ৪ | ২ | ২ | ৪ | -০.১৯৩ |
পাকিস্তান | ৪ | ২ | ২ | ৪ | -০.৪৫৬ |
ইংল্যান্ড | ৩ | ১ | ২ | ২ | -০.০৮৪ |
বাংলাদেশ | ৪ | ১ | ৩ | ২ | -০.৭৮৪ |
নেদারল্যান্ডস | ৩ | ১ | ২ | ২ | -০.৯৯৩ |
আফগানিস্তান | ৪ | ১ | ৩ | ২ | -১.২৫০ |
শ্রীলঙ্কা | ৩ | ০ | ৩ | ০ | -১.৫৩২ |
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বকাপে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া, বুমরা, সিরাজকেই সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন কুলদীপ