ধর্মশালা: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) তড়তড়িয়ে ছুটছে ভারতের গাড়ি। বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। তাঁদের পরবর্তী ম্যাচ নাগাড়ে চারটি ম্যাচ জেতা এবং লিগ তালিকায় শীর্ষে থাকা আরেকটি দল নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে। ধর্মশালায় মুখোমুখি হবে ভারত-নিউজ়িল্যান্ড। এক হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ভারতীয় দলের দুরন্ত পারফরম্যান্সের জন্য ভারতের তারকা ফাস্ট বোলারদেরই বাহবা দিচ্ছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। 


ভারতের হয়ে নতুন বল হাতে তুলে নেওয়া যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও মহম্মদ সিরাজের (Mohammed Siraj) প্রশংসা করে কুলদীপ বলেন, 'প্রথম পাওয়ার প্লেতে ভাল শুরু করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যশপ্রীত এবং সিরাজ খুবই ভাল পারফর্ম করছে। ওরা যে শুধু উইকেট নিচ্ছে, তাই নয়, রান ও দিচ্ছে। ফলে আমি এবং জাড্ডু ভাই (রবীন্দ্র জাডেজা) যখন বল করতে আসছি, তখন আমাদের সুবিধাই হচ্ছে। আমরা সবসময়ই এক বা দুইটি করে উইকেট পাচ্ছি।'


ভারতীয় বোলিং বিভাগ টুর্নামেন্টের চার ম্যাচেই এখনও পর্যন্ত বেশ ভাল পারফর্ম করেছে। এখনও পর্যন্ত চার ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন যার মধ্যে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে দুইশোর কম রানে অল আউট করেছে টিম ইন্ডিয়া। ভারতীয়দের মধ্যে চার ম্যাচে সর্বাধিক ১০টি উইকেট নিয়েছেন বুমরা। এখনও পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক বুমরা। সিরাজ এবং হার্দিক পাণ্ড্য পাঁচটি করে উইকেট নিয়েছেন। কুলদীপ ও জাডেজার স্পিনযুগল যথাক্রমে ছয়টি ও সাতটি উইকেট নিয়েছেন।   


নিজেদের বোলিং পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে কুলদীপ বলেন, 'আমি ও জাড্ডু ভাই, আমরা খুব বেশি কিছু করার চেষ্টা করছি না। সঠিক লাইনে বল রাখছি শুধু। জিনিসপত্র অহেতুক জটিল করার প্রয়োজন নেই। এমিতে উইকেট তো পাচ্ছি। মাঝের ওভারগুলতি যদি এক আধটা উইকেট পাওয়া যায় তাহলে সেটা আত্মবিশ্বাস তো বাড়ায়ই, রান রেটও নিয়ন্ত্রণ করে।'


আসন্ন ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ভাল পারফর্ম করবে বলে আত্মবিশ্বাসী কুলদীপ। 'প্রতিপক্ষ খুবই ভাল, কিন্তু আমরা আত্মবিশ্বাসী। সেটাই তো সবথেকে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে ভাল প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলতে নামলে চাপ তো থাকবেই। তবে ভাল ক্রিকেট খেলাটা জরুরি। আমরা দলগতভাবে ভালই পারফর্ম করেছি। সামনের ম্যাচেও আমরা সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।' বলেন ভারতীয় তারকা স্পিনার।


আরও পড়ুন: পাওয়ার প্লে-তেই খেলার রঙ বদলে দিতে পারে রোহিতরা, ওখানেই থামাতে হবে ভারতকে: স্যান্টনার