করাচি: একবার অবসর নিয়েছিলেন। তবে সেই সিদ্ধান্ত বদল করেন পরে। ফের অবসর নিলেন।
পাকিস্তানের (Pakistan Cricket Team) অলরাউন্ডার ইমাদ ওয়াসিম (Imad Wasim) শুক্রবার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। গত বছর, নভেম্বর মাসে, ওয়াসিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর অবসর নেওয়ার সিদ্ধান্ত পাল্টে ফেলেন। মহম্মদ আমিরের সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজ এবং সংযুক্ত আরব আমিরাশাহিতে আয়োজিত পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলে ফিরে এসেছিলেন। কিন্তু বিশ্বকাপে ভরাডুবি হয় পাকিস্তানের। গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় পাক দল।
চলতি বছরের মাঝামাঝি টি-২০ বিশ্বকাপের দুটি ম্যাচে খেলেন ওয়াসিম। দুটি ম্যাচে মাত্র ১৯ রান করেছিলেন। সঙ্গে বল হাতে নিয়েছিলেন তিনটি উইকেট। ওভার প্রতি চার রান করে খরচ করেছিলেন। লডারহিলে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে তাঁর শেষ ম্যাচ। ৩৫ বছর বয়সী ক্রিকেটার বলেছেন যে, জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ার জন্য তিনি কৃতজ্ঞ।
২০১৭ সালে টি-২০ ক্রিকেটে আইসিসি ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে পৌঁছেছিলেন ইমাদ। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান পাক অলরাউন্ডার।
বিদায়ী বার্তায় ইমাদ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার সকল ভক্ত ও সমর্থকদের জানাই যে, অনেক চিন্তাভাবনা করার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের সেরা সম্মান। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি।'