নয়াদিল্লি: এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে তিনবার মুখোমুখি হয়ে তিনবারই পরাজয়। মহাদেশ সেরা হওয়ার লড়াইয়ে হারের পর পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket team) টি-টোয়েন্টি অধিনায়ক বদলের ডাক উঠেছিল বিভিন্ন মহল থেকে। পাকিস্তানের অধিনায়ক তো বদল হল, তবে সেটি টি-টোয়েন্টি নয়, ওয়ান ডের। ওয়ান ডেতেও নেতৃত্ব হারালেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)।

Continues below advertisement

মহম্মদ রিজওয়ান ২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের ওয়ান ডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। অধিনায়ক হয়েই ২২ বছরে প্রথম অজ়িভূমে পাকিস্তানকে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ় জিততে সাহায্য করেন রিজওয়ান। দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের বিরুদ্ধেও তাঁর নেতৃত্বে সিরিজ় জিতেছিল পাকিস্তান। তবে এই বছরে পাকিস্তান ওয়ান ডেতে ইতিবাচক ফলাফল করতে ব্যর্থ হয়। ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের গ্রুপে সবার নীচে শেষ করে পাকিস্তান। শেষমেশ ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে পাকিস্তানের হার এবং শেষ ওয়ান ডেতে লজ্জাজনক ৯২ রানে অল আউটই রিজওয়ানের অধিনায়কত্বে ইতি টানে।

সদ্যই ইসলামাবাদে পাকিস্তানের নির্বাচকমণ্ডলী, ডিরেক্টর অফ হাই পারফরম্যান্স আকিব জাভেদ এবং সীমিত ওভারের ক্রিকেটে দলের প্রধান কোচ মাইক হেসেনের উপস্থিতিতে একটি বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে দলের ওয়ান ডে অধিনায়ক হিসাবে রিজওয়ানের অপসারণের কথা জানানো হয়। তাঁর পরিবর্তে দলের নেতৃত্ব পেলেন তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। সোমবার, ২০ অক্টোবরই এই অধিনায়কত্ব বদলের কথা ঘোষণা করা হয়।

Continues below advertisement

 

 

৪ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় খেলতে নামবে পাকিস্তান। সেই সিরিজ়ের মাধ্যমেই অধিনায়ক হিসাবে নিজের সফর শুরু করবেন শাহিন আফ্রিদি। অতীতে শাহিন বছর দু'য়েক আগে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতা নির্বাচিত হয়েছিলেন। তবে কয়েক মাস পরেই, ২০২৪ সালের শুরুর দিকেই তাঁকে নেতৃত্ব থেকে অপসারিত করা হয়েছিল।