করাচি: ক্রিকেট মাঠে পাকিস্তানের (PCB) সর্বকালের সেরা অধিনায়ক তিনি। তাঁর হাতেই উঠেছিল ওয়ান ডে বিশ্বকাপ। ১৯৯২ সালে যা সে দেশের ক্রিকেটে বিপ্লব এনেছিল।
পরে অবশ্য় ক্রিকেট ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেন ইমরান খান (Imran Khan)। পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রীও হন। এখন অবশ্য ক্ষমতা বদল হয়েছে। পালাবদলের পরে জেলবন্দি ইমরান। আর তাঁকে সমর্থন জানিয়ে বিপাকে পড়লেন এক ক্রিকেটার।
মাঠে খেলা চলাকালীন পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করেছিলেন অলরাউন্ডার আমির জামাল (Aamer Jamal)। সেই সমর্থনকে রাজনৈতির বার্তা হিসেবে ধরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে জামালকে শাস্তি দিয়েছে তারা। শাস্তি পেতে হয়েছে আরও চার ক্রিকেটারকে। তবে তাঁদের ক্ষেত্রে কারণ আলাদা বলে জানানো হয়েছে।
কত টাকা জরিমানা হয়েছে জামালের? প্রায় ৪ হাজার মার্কিন ডলার! যা বিরাট অঙ্ক। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের সমর্থনে একটি স্লোগান প্রদর্শন করেছিলেন অভিযুক্ত ক্রিকেটার।
২০২৪ সালের অক্টোবর মাসের ঘটনা। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ়ে পাকিস্তান দলে ছিলেন জামাল। খেলা চলাকালীন জামাল যে টুপি পরেছিলেন তাতে লেখা ছিল '৮০৪'। আপাতত জেলবন্দি ইমরান। জেলে তাঁর ব্যাজ নম্বর ৮০৪। পাকিস্তান ক্রিকেট বোর্ড মনে করেছে, এই নম্বর লেখা টুপি পরে ইমরানকে সমর্থন করেছেন জামাল। সেই কারণে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। প্রায় ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। যদিও প্রায় পাঁচ মাস পরে কেন এ নিয়ে নতুন করে জলঘোলা করা হল আর শাস্তি দেওয়া হল জামালকে, তা নিয়ে প্রশ্ন উঠছে ।
আরও পড়ুন: চোটের জন্য কেরিয়ার শেষ হতে বসেছিল, অলৌকিকভাবে কেকেআরে সুযোগ পেয়ে কী বলছেন সাকারিয়া?
জামাল ছাড়াও পাকিস্তানের আরও চার ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। তবে তা অন্য কারণে। তাঁরা হলেন সলমন আলি আঘা, সঈম আয়ুব, আবদুল্লা শফিক ও আব্বাস আফ্রিদি। তাঁদের দেড় লক্ষ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে দেরি করে হোটেলে ঢোকায় এই শাস্তি দেওয়া হয়েছে তাঁদের। আঘাকে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অধিনায়ককেই শাস্তি পেতে হয়েছে। যা দেখে তাজ্জব অনেকে।