নয়াদিল্লি: মাত্র ১৮ বছরেই অবসর। শুনতে অবাক লাগলেও, এমনটাই ঘটেছে। পাকিস্তানের তরুণ ব্যাটার আয়েশা নাসিম (Ayesha Naseem) বৃহস্পতিবার, ২০ জুলাই সকলকে চমকে দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। তাঁর ধর্ম অনুযায়ী নিজের জীবন কাটানোর উদ্দেশ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Women's Cricket Team) প্রতিশ্রুতিমান ক্রিকেটার।


আয়েশা খুব অল্প বয়সেই আন্তর্জাতিক স্তরে নিজের প্রতিভার প্রদর্শন করেছিলেন আয়েশা। তাঁর বড় শট মারার দক্ষতা সকলেরই নজর কেড়েছিল। ৩৪টি আন্তর্জাতিক ম্যাচে ৪০০ রান করেছেন আয়েশা। পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। ফেব্রুয়ারিতে পাকিস্তানের হয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছিলেন আয়েশা। ভারতের বিরুদ্ধে এক স্মরণীয় ইনিংসও খেলেছিলেন তিনি। ২৫ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। তাঁর দৌলতেই পাকিস্তান ১৫০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয়েছিল। যদিও শেষমেশ তা জলেই যায়। ভারতীয় দল সাত উইকেটে ম্যাচে জয় পায়।


আয়েশা ৩০টি আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচে ১৮.৪৫ গড়ে মোট ৩৬৯ রান করেছেন। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১২৮.১২। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ইনিংসটাই তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ছিল। ওয়ান ডেতে অবশ্য তাঁর রেকর্ড খুব একটা আহামরি নয়। চারটি ওয়ান ডে ম্যাচে পাকিস্তানের হয়ে তিনি মাত্র ৩৩ রান করেছেন। তবে আর তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় দেখা যাবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন আয়েশা। তিনি পিসিবিকে বলেন, 'আমি ক্রিকেট ছাড়ছি এবং এবার থেকে ইসলাম অনুযায়ীই আমি নিজের জীবন অতিবাহিত করতে চাই।'  


প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের পর থেকে আর পাকিস্তানের মহিলা ক্রিকেট দল আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। তবে শীঘ্রই তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে চলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ছয় ম্যাচের সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান মহিলা ক্রিকেট দল। ১ সেপ্টেম্বর থেকে করাচিতে সেই সিরিজ শুরু হবে। এরপর ডিসেম্বরে পাকিস্তান নিউজিল্যান্ড সফরে খেলতে যাবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?