দুবাই: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে এবারের ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023)। এই প্রথমবার গোটা টুর্নামেন্টটাই ভারতের মাটিতে আয়োজিত হবে। সেই বিশ্বকাপের জন্য এক প্রোমো ভিডিও প্রকাশ্যে এনেছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। সেই ভিডিওতে ধরা দিলেন 'বলিউড বাদশা' শাহরুখ খান (Shah Rukh Khan)।


গতকালই আইসিসির তরফে বিশ্বকাপের ট্রফির সামনে দাঁড়ানো শাহরুখের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। তারপর থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছিল। সেই জল্পনার অবসান ঘটল। শাহরুখের গলাতেই প্রায় মিনিট দু'য়েকের একটি প্রোমো ভিডিও আইসিসির তরফে পোস্ট করা হয়েছে। সেখানে গোটা ভিডিওটাই 'অল ইট টেকস ইজ ওয়ান ডে' ট্যাগলাইনকে মাথায় রেখে করা হয়েছে, যেখানে শাহরুখের গলাতেই গোটা প্রোমোটা রয়েছে।


শাহরুখকে বলতে শোনা যাচ্ছে, 'ইতিহাস তৈরি করা এবং ইতিহাস হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য কেবল একদিনের। ওই দিনটায় গর্বে বুক ফুলে উঠবে। আবেগ যুক্তিকে হার মানাবে এবং নতুন স্মৃতি তৈরি হবে। ওই একদিনে ভয়ভীতি দূর হবে। জয়ের উচ্ছ্বাস থেকে পরাজয়ের গ্লানি, সবটাই ওই একদিনে দেখা যাবে।'


 






প্রসঙ্গত, এই মুহূর্তে ট্রফি ট্যুর চলছে বিশ্বজুড়ে। বিশ্বকাপ ট্রফিটি ভারতসহ বিশ্বের ১৮টি দেশে ভ্রমণ করবে। এই দেশগুলির মধ্যে কুয়েত, আমেরিকা যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, উগান্ডা, ইতালি, ফ্রান্সের মতো দেশগুলি রয়েছে। এই ট্রফি ট্যুর বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট সমর্থকদের বিশ্বকাপ ট্রফিকে একেবারে কাছ থেকে দেখার সুযোগ করে দেবে।  


কলকাতাতেও বিশ্বকাপের ট্রফি দিনকয়েক আগেই এসেছিল। সেই সময় ট্রফিকে স্বাগত জানাতে হাজির ছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার তথা বাংলার গর্ব ঝুলন গোস্বামী। এবারের বিশ্বকাপ ট্রফির উন্মোচনটাও কিন্তু একেবারে অভিনব উপায়ে হয়েছিল। ২৬ জুন র্দান্তভাবে আইসিসি বিশ্বকাপ ট্রফিটি লঞ্চ হয়, তাও একেবারে স্ট্র্যাটোস্ফিয়ারে। পৃথিবীর থেকে এক লক্ষ ২০ হাজার ফিট উপরে বিশ্বকাপ ট্রফিটিকে লঞ্চ করা হয়, যা শেষমেশ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এসে নামে। একটি স্ট্র্যাটোস্ফিয়ারিক বেলুনের সাহায্যেই বিশ্বকাপের ট্রফিটিকে এত উঁচুতে পাঠানো হয়েছিল। এর আগে এমন ঘটনার সাক্ষী থাকেননি। এবারই বিশ্বকাপ ট্রফি স্ট্র্যাটোস্ফিয়ারে পাঠিয়ে নতুন ইতিহাস রচনা করল আইসিসি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?