মেলবোর্ন: শুক্রবার, ১৭ মার্চ থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ (IND vs AUS ODI)। এই সিরিজে অস্ট্রেলিয়ান দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) গোটা সিরিজেই না থাকায়, তাঁর স্থানেই স্মিথের হাতে নেতৃত্ব দেওয়ার দায়ভার তুলে দেওয়া হয়েছে। সদ্যই প্রয়াত হয়েছেন কামিন্সের মা। এই পরিস্থিতিতে তাই আপাতত তিনি দেশে নিজের পরিবারের পাশেই রয়েছেন। সেই কারণেই কামিন্সকে ওয়ান ডে সিরিজে খেলতে দেখা যাচ্ছে না।
মায়ের অসুস্থতার জন্য বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টের পরেই অস্ট্রেলিয়ায় উড়ে যান কামিন্স। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর পরলোক গমন করেন কামিন্স। মায়ের মৃত্যুর পর আজ, শনিবার, ১৮ মার্চ এক আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেন অজি অধিনায়ক কামিন্স। তাঁর ও তাঁর মায়ের একাধিক ছবি শেয়ার করেন কামিন্স। নিজের পোস্টে তিনি লেখেন, ' মা তোমায় খুব ভালবাসি। চিরজীবন আমাদের হৃদয়ে থাকবে তুমি।'
কাউন্টিতে অর্শদীপ
টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ভারতীয় বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র। তাঁর গতি সামলাতে গিয়ে হিমশিম খান বিশ্বের তাবড় ব্যাটাররা। সেই অর্শদীপ সিংহ (Arshdeep Singh) এবার ডাক পেলেন কাউন্টি ক্রিকেটে খেলার। সব কিছু ঠিকঠাক চললে কেন্টের (Kent) হয়ে খেলতে দেখা যাবে বাঁহাতি পেসারকে। যে দলের হয়ে এক সময় কাউন্টি ক্রিকেটে খেলেছেন রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তি।
বিশ্বস্ত সূত্রের খবর, কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের পাঁচ ম্যাচ খেলতে রাজি হয়েছেন অর্শদীপ। কেন্টের ঘরের মাঠে দুটি ও বাইরের মাঠে তিনটি ম্যাচ খেলার কথা অর্শদীপের। ঘরের মাঠে সারে ও ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে খেলার কথা পাঞ্জাবের পেসারের। পাশাপাশি নর্দাম্পটনশায়ার, এসেক্স ও নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে পারেন। জুন ও জুলাই মাসে হওয়ার কথা এই পাঁচ ম্যাচ।
অর্শদীপ জানিয়েছেন, রাহুল দ্রাবিড়ের কাছে কেন্ট নিয়ে অনেক ভাল কথা শুনেছেন। ২০০০ সালে এই কাউন্টির হয়ে খেলেছিলেন ভারতের বর্তমান কোচ। অর্শদীপ বলেছেন, 'ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেট খেলতে পারব বলে আমি উচ্ছ্বসিত। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দক্ষতা আরও উন্নত করতে পারব। রাহুল দ্রাবিড় আমাকে বলেছেন এই ক্লাবের ঐতিহ্য কত সমৃদ্ধ।'
আরও পড়ুন: ফাইনালে বেঙ্গালুরু-এটিকে মোহনবাগান দ্বৈরথ, মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে, কারা পিছিয়ে?