সেন্ট জর্জেস: ভারত বনাম ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজ চলছে । সকলের নজর সেই দিকে । তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেই সময়ই চলছে ওয়েস্ট ইন্ডিজ় বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ (West Indies vs Australia) । যে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক কাণ্ড করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স । নিজের বলে একহাতে অবিশ্বাস্য ক্যাচ নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক । যে ক্যাচকে অনেকে টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা বলছেন ।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন নিজের বলেই সামনের দিকে ঝাঁপিয়ে অসামান্য ক্যাচটি ধরেছেন কামিন্স । অস্ট্রেলিয়ার অধিনায়কের এই ক্যাচকে বিশ্বের সেরা ক্যাচ বলছেন অনেকে । শুরু হয়ে গিয়েছে জোর চর্চা ।

গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসের নবম ওভারের ঘটনা । ব্যাট করছিলেন কেসি কার্টি । কামিন্সের বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়েছিলেন তিনি । বল ব্যাটে লেগে প্যাডের ওপরের দিকে লেগে শূন্যে উঠে যায় । যেখানে বল পড়ছিল, সেখানে কোনও ফিল্ডার ছিল না ।

সুযোগসন্ধানী কামিন্স বুঝতে পারেন যে, ক্যাচ নেওয়া সম্ভব । বল করার পর ফলো থ্রু শেষে ক্ষিপ্র গতিতে দৌড়ে যান কামিন্স । বেশ খানিকটা দৌড়েও যখন বলের নাগাল পাবেন না বুঝতে পারেন, তখন সামনের দিকে শরীর ছুড়ে দেন তিনি । একহাতে বল তালুবন্দি করেন ।

ক্যাচটি পরিচ্ছন্নভাবে ধরা হয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন মাঠের আম্পায়ারেরা । রিপ্লে-তে দেখা যায়, পরিচ্ছন্ন ক্যাচ ধরেছেন কামিন্স । সেই ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । 

দেখুন সেই ক্যাচের ভিডিও - 

 

ক্যাচ নেওয়ার পর অজি অধিনায়ক নিজেও বুঝতে পারেন, তিনি এক অবিশ্বাস্য কাজ করেছেন । অসাধারণ ফিটনেসের প্রমাণ দিয়ে বল অনুসরণ করে ফলো থ্রুতে এই দুরন্ত ক্যাচ নিয়েছেন কামিন্স ।