চেন্নাই: বর্ডার গাওস্কর ট্রফি চলাকালিন আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গিয়েছে। ৩৮ বছরের অভিজ্ঞ অফস্পিনার দেশের জার্সিতে চলতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে খেলেছিলেন অ্য়াডিলেড টেস্টে। কিন্তু পারথ ও ব্রিসবেন টেস্টে ভারতীয় একাদশে সুযোগ পাননি। তৃতীয় টেস্টের পরই আচমকা ২২ গজকে বিদায় জানান। ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানানোর পর দেশে ফিরেছেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পাঠালেন অশ্বিনকে।
অশ্বিনকে আবেগঘন বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ''রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ভারত ও সারা বিশ্বের ভক্তদের অবাক করে দিয়েছে। আপনি সবাইকে যেভাবে ক্যারম বল করেছেন, তা সবাইকে বোল্ড করে দিয়েছে। আমরা সবাই জানি যে অশ্বিন আপনার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া কোনও সহজ ব্যাপার ছিল না। বিশেষ করে এতগুলো বছর দেশের হয়ে খেলার পর আপনাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যা সত্যিই ভীষণ কঠিন ছিল। ৯৯ নম্বর জার্সিটি সত্যিই আইকনিক। এই নম্বরের জার্সি আমরা মিস করব সবাই।''
তিনি আরও বলেন, ''সব ফর্ম্য়াট মিলিয়ে ৭৬৫ উইকেট নিয়েছেন অশ্বিন আপনি। টেস্ট ম্য়াচে সবচেয়ে বেশিবার প্লেয়ার অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ড জিতেছেন। তরুণ প্লেয়ার হিসেবে অভিষক টেস্টেই পাঁচ উইকেট নিয়েছিলেন। ২০১১ বিশ্বকাপে আপনি ভারতীয় দলে ছিলেন। ২০১৩ চ্যম্পিয়ন্স ট্রফির শেষ ওভারে আপনি বল করছিলেন, তখন আপনি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য।''
অশ্বিন দেশের জার্সিতে টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন। মোট ৩৫০৩ রান করেছে। টেস্টে ছয়টি শতরান হাঁকিয়েছেন তিনি। এছাড়াও ওয়ান ডে ফর্ম্য়াটে ১৫৬ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৭২ উইকেট নিয়েছেন। গত কয়েক বছরে সীমিত ওভারের ফর্ম্য়াটে নিজের জায়গা হারিয়েছেন অশ্বিন। টেস্টেও ধীরে ধীরে প্রথম একাদশে ধারাবাহিকভাবে সুযোগ পাওয়া বন্ধ হয়ে গিয়েছে। এরপর অভিমানেই কি অবসরের সিদ্ধান্ত নিলেন?