মুম্বই: ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাওস্কর ট্রফিতে অ্য়াডিলেড টেস্টের পর আর জাতীয় দলে সুযোগ পাননি। এরপর থেকে ব্যক্তিগত জীবনেও বারবার বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী শ। ঘরোয়া ক্রিকেটেও পারফরম্য়ান্স গ্রাফ একেবারেই ভাল নয় সাম্প্রতিক সময়ে ডানহাতি তরুণ ব্যাটারের। সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র। মুম্বইয়ের রঞ্জি দল থেকেও বাদ পড়েছেন। বেসামাল জীবনযাত্রার জন্য বারবার করে বিপদে পড়েছেন তিনি। ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে বারবার পৃথ্বীর। তবে এই খারাপ সময়ে পৃথ্বীকে চিঠি পাঠিয়েছিলেন গ্রেগ চ্যাপেল। সেই চিঠিতেই প্রাক্তন অজি কোচ উদ্বুদ্ধ করেছেন তরুণ ব্যাটারকে।
নিজের চিঠিতে চ্য়াপেল লিখেছেন, ''হাই পৃথ্বী, আমি জানি তুমি এই মুহূর্তে একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। হতাশ হচ্ছ বুঝতেই পারছি। তবে আমি জানাতে চাই যে এমন সময় তোমার মত অনেক ক্রীড়াবিদদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই সময়টাই তাঁদের কেরিয়ার ও চরিত্র গঠনের জন্য সাহায্য করে।'' সেই চিঠিতেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ বলেন, ''তোমাক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময় ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলতে দেখেছিলাম। তোমার মধ্যে অসাধারণ প্রতিভা দেখতে পেয়েছিলাম। তুমি সেই টুর্নামেন্টের অন্যতম সেরা প্লেয়ার ছিলে। আমি নিশ্চিত তোমা মধ্যে থেকে সেরাটা এখনও আসেনি।''
এই চিঠি পাওয়ার পরই নিজের ফিটনেস নিয়ে খাটাখাটনি শুরু করে দিয়েছেন পৃথ্বী। ২৫ বছরের তরুণ ব্যাটার রানিং, ড্রিলিং শুরু করে দিয়েছেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ট্রেনার অমোঘ পণ্ডিতের কড়া নজরদারিতে ফিটনেস নিয়ে অনুশীলন শুরু করেছেন পৃথ্বী।
চ্যাপেল তাঁর চিঠিতে আরও লিখেছেন, ''কিংবদন্তি ডন ব্র্যাডম্য়ানের মত ব্যক্তিকেও খারাপ ফর্মের কারণে বাদ পড়তে হয়েছিল। তাঁকেও লড়াই করে ফিরে আসতে হয়েছিল। ওঁরাও দারুণ পারফর্ম করেছিল সুযোগ পাওয়ার পরে।''
২০১৭ সালে পৃথ্বী শ-র নেতৃত্বেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। পরের বছরই ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ চলে আসে পৃথ্বী। অভিষেকেই শতরান। টেস্টে তিনটি অর্ধশতরানও রয়েছে। কিন্তু নিজের জায়গা ভারতীয় দলে মজবুত করতে পারেননি। অন্য়দিকে পৃথ্বী সেই যুব দলের সদস্য শুভমন গিল, অভিষেক শর্মারা ধীরে ধীরে ভারতীয় ক্রিকেটের মূল গ্রহে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন।