পুণে: মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তরফে জানিয়ে দেওয়া হল যে নতুন মরশুমে ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে খেলতে দেখা যাবে পৃথ্বী শ-কে। ভারতীয় দলের তরুণ এই ওপেনার দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। এমনকী পৃথ্বীকে তাঁর জার্সিও হাতে তুলে দেওয়া হয়েছে। গত মাসেই মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশনের থেকে NOC নিয়েছিলেন। মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সভাপতি রোহিত পাওয়ার মনে করছেন পৃথ্বীর দলের সঙ্গে যোগ দেওয়া দলের ভারসাম্য় বাড়াবে ও ব্যাটিং লাইন আপকে আরও শক্তিশালী ও আক্রমণাত্মক করে তুলবে।
রোহিত বলছেন, ''পৃথ্বী শ আমাদের দলে যোগ দিয়েছে। যা আমাদের দলকে আরও শক্তিশালী করে তুলবে আগামী মরশুমের জন্য। প্রচুর তরুণ প্রতিভা এই দলে রয়েছে। এছাড়া রুতুরাজ গায়কোয়াড, অঙ্কিত বাওয়ানে, মুকেশ চৌধুরী, রাজনীশ গুরবানি, রাহুল ত্রিপাঠীর মত অভিজ্ঞ প্লেয়ার রয়েছে দলে। পৃথ্বী সেই দলে নতুন সংযোজন। আশা করি ওর পারফরম্য়ান্স দলের উন্নতিতে সাহায্য করবে।''
মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সভাপতি আরও বলেন, ''পৃথ্বীর আইপিএল ও জাতীয় দলের জার্সিতে খেলার অভিজ্ঞতা আমাদের দলের কাজে লাগবে। বিশেষ করে তরুণ প্লেয়ারদের মেন্টরিংয়ের ক্ষেত্র। আমি পৃথ্বীকে শুভেচ্ছা জানাতে চাই নতুন মরশুমের জন্য। ওর পাশে আমরা সবসময় আছি। আশা করি এবার পৃথ্বীর ব্যাট থেকে প্রচুর রান দেখতে পাওয়া যাবে।
উল্লেখ্য, গত কয়েক বছরে ক্রিকেট থেকে ক্রমেই দূরে সরছিলেন পৃথ্বী। পৃথ্বীর কেরিয়ারের এই উৎরাই দেখে অবাক হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি কেভিন পিটারসেনের। তিনি মনে করেন, পৃথ্বীর চারপাশে ভাল মানুষদের দরকার। যাঁরা তাঁকে উদ্বুদ্ধ করতে পারবেন। এই কঠিন অধ্যায় পেরিয়ে যেতে সাহায্য করতে পারবেন। সেই সঙ্গে পৃথ্বীকে সোশ্যাল মিডিয়া ছেড়ে বেরিয়ে আসার পরামর্শও দিয়েছেন কেপি।
সোশ্যাল মিডিয়ায় কেপি লিখেছিলেন, 'খেলার মাঠের কিছু মহান গল্প আসলে ফিরে আসার কাহিনি। পৃথ্বীর চারপাশে যদি এমন কিছু ভাল মানুষ থাকেন যাঁরা ওর দীর্ঘকালীন সাফল্য চান, তাহলে ওর সঙ্গে বসুন। ওকে বলুন সোশ্যাল মিডিয়া ছেড়ে বেরতে। সুপারফিট হয়ে উঠতে যেন প্রবল পরিশ্রম করে, সেটা বোঝান। তাতেও ও সঠিক পথে ফিরবে, যাতে ওর অতীত সাফল্যও ফিরে আসবে। এতই প্রতিভাবান যে, ওকে ছুড়ে ফেলে দেওয়া যায় না। ভালবাসা সহ, কেপি।'
গত আইপিএলে দলও পাননি পৃথ্বী। এবার নতুন দল মহারাষ্ট্রের জার্সিতে ভাল খেলে কি ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে পারবেন?