ফ্লোরিডা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) এখনো পর্যন্ত বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট একেবারেই চলেনি। তিন ইনিংসে ভারতের মহাতারকা ব্যাটারের সংগ্রহ মাত্র পাঁচ রান। কোহলির ফর্ম নিয়ে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তবে টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour) কোহলির ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। বরং তিনি এর মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন।


রাঠৌরের মতে কয়েকটি ম্যাচে বিরাট কোহলির অল্প রানে আউট হওয়ায় তাঁর মধ্যে রানের খিদে রয়েছে। সেটাই আসন্ন ম্যাচগুলিতে ভারতীয় দলের জন্য ইতিবাচক দিক হতে পারে। উপরন্তু কয়েকটি ম্যাচে রান না পাওয়ায় কিছুই বদলে যায় না বলে দাবি তাঁর। রাঠৌর শনিবার সাংবাদিক বৈঠকে বলেন, 'বিরাট কোহলি ভাল খেলুক বা না খেলুক। আমি আসলেই ওর বিষয়ে প্রশ্ন থাকবেই। ও তো এর আগের টুর্নামেন্টে দারুণ ছন্দে ছিল। এক, দুইবার অল্প রানে আউট হয়ে গেলে তেমন কোনও সমস্যা নেই। ও ভালই ফর্মে ব্যাট করছে।' 


উপরন্তু ভারতীয় ব্যাটিং কোচের দাবি কোহলির রানে থাকাটা এক দিক থেকে টিম ইন্ডিয়ার জন্য শাপে বর হতে পারে। 'ওর মধ্যে রানের খিদেটা রয়েছে, সেটা কিন্তু একদিক থেকে ভাল। ও পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছে এবং নিজের লক্ষ্যে স্থিরও বটে। একজন ব্যাটারের মানসিকভাবে এমন জায়গায় থাকাটা বেশ ভাল বলেই আমার মনে হয়। ওর ব্যাট থেকে কয়েকটি ভাল ইনিংস দেখার অপেক্ষায় রয়েছি।' মত বিক্রম রাঠৌরের।


পরপর তিন ব্যর্থতার পর শনিবার, ১৫ জুন বিরাট কোহলির সামনে কানাডার বিরুদ্ধে নিজের ফর্মে ফেরার একটা সুযোগ ছিল বটে। তবে দুর্ভাগ্যবশত ফ্লোরিডায় এবারের টি-২০ বিশ্বকাপে আয়োজিত নাগাড়ে তৃতীয় ম্যাচ ভেস্তে গেল। বৃষ্টির পর মাঠ ভেজা থাকায় ভারত-কানাডা ম্যাট পরিত্যক্ত হয়। তবে টিম ইন্ডিয়া আগেই বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গিয়েছিল। এবার সেই লক্ষ্যেই মাঠে নামবে তাঁরা। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে কোহলির ব্যাট চলে কি না, সেটাই দেখার বিষয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আলবানিয়ার বিরুদ্ধে টানটান লড়াই শেষে জয় দিয়ে ইউরো অভিযান শুরু ইতালির