বার্বাডোজ: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ভারতীয় কোচ হিসাবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জমানারও অবসান ঘটে। বিশ্বকাপের পরেই কোচ দ্রাবিড়কে প্রশংসায় ভরিয়েছিলেন টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সাজঘরে ফিরে নিজের বিদায়ী ভাষণে ভারতীয় অধিনায়ককে নভেম্বরের এক ঘটনার জন্য  পাল্টা ধন্যবাদ জানালেন রাহুল দ্রাবিড়।


কী হয়েছিল নভেম্বরে? গত বছরের নভেম্বরেই ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। দ্রাবিড়ের কথা শুনে অনুমান করা যায় সেই পরাজয়ের পরেই তিনি ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। তবে ভারতীয় অধিনায়ক রোহিতই তাঁকে আটকান। সম্প্রতি বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে দ্রাবিড়কে বলতে শোনা যায়, 'ধন্যবাদ রোহিত। নভেম্বরের ওই ঘটনার জন্য, আমায় কাজ চালিয়ে যেতে রাজি করানোর জন্য অনেক ধন্যবাদ। আমার মতে তোমাদের সকলের সঙ্গে কাজ করাটা আমার জন্য পরম সৌভাগ্যের। একজন কোচ ও অধিনায়ক হিসাবে আমাদের অনেক আলোচনা হয়েছে, অনেক বিষয়ে আমরা সহমত প্রকাশ করেছি, অনেক সময় একে অপরের মতামত মেনে নিইনি। তবে সবটার জন্য ধন্যবাদ। তোমাদের সকলকে ব্যক্তিগতভাবে জানতে পারাটা দারুণ বিষয়।'


তিনি আরও যোগ করেন, কেরিয়ার শেষে রেকর্ড নয়, স্মৃতিগুলিই থেকে যাবে। 'কেরিয়ারে কত রান করলাম, উইকেট নিলাম, সেইগুলি মনে থাকবে না। আমার মতে মনে থাকবে এই স্মৃতিগুলো। আমি তোমাদের জন্য গর্বিত। তোমরা যেমনভাবে হার না মেনে লড়াই করেছো, যেভাবে আমরা দল হিসাবে খেলেছি, সবকিছুর জন্য গর্বিত।' বলেন ভারতের বিদায়ী কোচ।


এর আগে রাহুলকে বিশ্বজয়ের পর প্রশংসায় ভরিয়েছিলেন রোহিত। তিনি বলেন, 'ওঁ বিগত ২০-২৫ বছর ধরে ভারতীয় দলের হয়ে যা করেছে, তারপর বাকি বলতে শুধু এই জয়টাই ছিল। গোটার দলের তরফে আমি বলছি যে ওঁকে এভাবে বিদায় জানাতে পেরে, আমি খুবই খুশি। ওঁর জন্য এটা করতে পারাটা বিশাল আনন্দদায়ক।'  এই আদান প্রদানের মাধ্যমে রাহুল ও রোহিত যে একে অপরকে কতটা সম্মান করেন, তাই প্রকাশ পায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: চাপের মুখে অবিশ্বাস্য ফিল্ডিং, বিশ্বকাপ ফাইনালের মোড় ঘোরানো ক্যাচ নিয়ে কী বললেন সূর্যকুমার?