কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। যার জেরে বানচাল হতে পারে সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে বাংলা বনাম কেরল (Bengal vs kerala) রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ। ভেস্তে যেতে পারে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে বাংলা বনাম রেলওয়েজ অনূর্ধ্ব ২৩ পর্বের ম্যাচও। যে কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হল সিএবি। দুই ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য বোর্ড সচিব জয় শাহকে চিঠি লিখল সিএবি। আপাতত বোর্ডের উত্তরের অপেক্ষায় সিএবি কর্তারা।
বঙ্গোসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে পুরী-সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৩ দিন দুর্যোগের আশঙ্কা। দানার দাপটে বৃহস্পতিবার থেকে দুর্যোগের আশঙ্কা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আর সেই আবহেই ২৫-২৮ অক্টোবর সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলা বনাম কেরল রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে। যে ম্যাচ আগে ছিল কল্যাণীতে। কিন্তু ভিজে মাঠের জন্য কল্যাণীতে বাংলা বনাম বিহার ম্যাচ ভেস্তে যাওয়ার পর বিতর্কের মুখ বাংলার পরের ম্যাচ সরিয়ে নিয়ে আসা হয়েছে সল্ট লেকে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই সল্ট লেকের মাঠ ঢেকে রাখা হয়েছে। যাতে বৃষ্টিতে মাঠের ক্ষতি না হয়। কিন্তু দানার ঝাপ্টায় ম্যাচের সময়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা। আর তাতে ভেস্তে যেতে পারে ম্যাচ।
সেই কারণেই ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে বোর্ডের দ্বারস্থ হয়েছে সিএবি। বোর্ডের সচিব জয় শাহ, যিনি শীঘ্রই আইসিসি চেয়ারম্যান পদে দায়িত্ব বুঝে নেবেন, তাঁকে চিঠি পাঠিয়েছে সিএবি। শুধু বাংলা বনাম কেরল রঞ্জি ট্রফির ম্যাচ নয়, ২৬ ও ২৭ অক্টোবর কল্যাণীতে বাংলা বনাম রেলওয়েজ অনূর্ধ্ব ২৩ ম্যাচও পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে। বোর্ড কী উত্তর দেয়, দেখার অপেক্ষায় সিএবি।
রাজস্থানকে উড়িয়ে দিল বাংলা
কর্নেল সি কে নাইডু ট্রফিতে রাজস্থানকে ১০ উইকেটে হারাল বাংলার অনূর্ধ্ব ২৩ দল। বুধবার জয়পুরে কার্যত একপেশেভাবে রাজস্থানকে হারাল বাংলা। এই জয়ের ফলে ১৩ পয়েন্ট পেল বাংলা। ২ ম্যাচে বাংলার পয়েন্ট দাঁড়াল ১৭। বাংলার জয়ে নায়ক অধিনায়ক প্রয়াস রায় বর্মন (১৫৩ রান) ও রাহুল প্রসাদ (১০১ রান)। বল হাতে নায়ক হর্ষ দেব গৌতম (৫-৩১) ও রবি কুমার (৪-৫৭)।
আরও পড়ুন: সৌরভের মানবিক উদ্যোগ, অভাবী শিশুদের পড়াশোনায় সাহায্য, বয়স্কদেরও পাশে দাঁড়ালেন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।