নাগপুর: একটা সময় স্কোর ছিল ২৪/৩। সেখান থেকে রঞ্জি ফাইনালের প্রথম দিনের শেষে কেরালার বিরুদ্ধে বিদর্ভের স্কোর ২৫৪/৪। রঞ্জি ফাইনাল মাতিয়ে দিলেন বছর একুশের দানিস মারেওয়াল। প্রথম দিনের শেষে ১৩৮ রানের অপরাজিত শতরান হাঁকিয়ে ক্রিজে আছেন এই তরুণ ব্যাটার। চলতি রঞ্জিতে এই প্রথম নয়। কোয়ার্টার ফাইনালে অর্ধশরানের ইনিংস খেলেছিলেন। সেমিফাইনালেও অর্ধশতরান হাঁকিয়েছিলেন। আর এবার ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্য়াচেও শতরান এলে দানিশের ব্য়াট থেকে। নির্বাচকরা কিন্তু তাঁকে নিয়ে ভাবতে বাধ্য হবেন। তাঁকে যোগ্য সঙ্গে দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে যাওয়া করুণ নায়ারও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁকে জাতীয় দলে ফেরানো নিয়ে আলোচনা শুরু হয়েছিল। যদিও তা ফলপ্রসূ হয়নি। সােশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টও লিখেছিলেন টেস্টে ত্রিশতরানের মালিক। রঞ্জি ফাইনালেও ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ফের বুঝিয়ে দিলেন করুণ যে তিনি হেরে যাওয়ার নন।


রঞ্জির ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেরালা অধিনায়ক সচিন বেবি। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বোর্ডে মাত্র ২৪ রান তুলতে পারে বিদর্ভ। সেখান থেকেই চতুর্থ উইকেটে জুটি বেঁধে ২১৫ রান বোর্ডে যোগ করেন দানিশ ও করুণ। দ্বিতীয় দিনে প্রথম দুটো সেশনে যদি যশ ঠাকুরকে সঙ্গে নিয়ে দানিশ মালেওয়ার আরও কিছু রান বোর্ডে যোগ করতে পারেন, তবে তা কিন্তু চাপ বাড়াবে কেরালার।


আইপিএলের মাঝই ইংল্য়ান্ড সফরের প্রস্তুতি বিসিসিআইয়ের


আইপিএল ২ মাস ধরে চলবে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে খবর, এই সময়ের মধ্য়েও লাল বলের ফর্ম্যাটেও ক্রিকেটারদের কাছে সুযোগ থাকবে নিজেদের অনুশীলন সারার। তবে পুরোটাই হয়ত ঐচ্ছ্বিক হতে চলেছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। যা চলবে আগামী ২৫ মে পর্যন্ত। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২০ জুন হেডিংলে টেস্ট দিয়ে।


তবে ঠিক কীভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে, তা নিয়ে বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু বেশ কয়েকটি বৈঠক হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে হার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টানা টেস্ট হারের হ্যাটট্রিক। লাল বলের ফর্ম্যাটে গম্ভীরের কোচিং জমানায় বারবার প্রশ্নবানে বিদ্ধ হয়েছে ভারতীয় ক্রিকেট। ইংল্যান্ড সফরে তাই দল পাঠানোর আগে কিছুটা সতর্ক বিসিসিআই।