নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma), ভারতীয় ক্রিকেটের বর্তমান প্রজন্মের দুই মহাতারকা। এই দুই তারকার ভবিষ্য়ৎ নিয়েই প্রবল প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। বিরাটদের প্রাক্তন সতীর্থ আর অশ্বিনের (Ravichandran Ashwin) মতে দুই ভারতীয় তারকাকে সফল হওয়ার জন্য সঠিক পরিবেশ দেওয়ার প্রয়োজন এবং দুইজনের পাশে থাকারও আবেদন করেছেন তিনি।

Continues below advertisement

নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে অশ্বিন দাবি করেন সাদা বলের ক্রিকেটে রোহিত এবং বিরাট দারুণ সফল এবং সঠিক পরিবেশে এখনও তাঁরা সর্বোচ্চ স্তরে পারফর্ম করতে সক্ষম। তিনি বলেন, 'বর্তমানে রোহিত এবং বিরাটের খানিকটা স্পেস, সমর্থন এবং সঠিক কথোপকথন প্রয়োজন। এই তিনটি বিষয় খুবই প্রয়োজনীয় এবং টিম ম্যানেজমেন্ট তথা ভারতীয় ইকোসিস্টেমের এই মুহূর্তে ওদের সমর্থন করা দরকার। ওদের সঙ্গে সোজাসাপ্টা এবং স্পষ্ট কথোপকথন প্রয়োজন। এমনটা হলে আমরা ফের একবার ওয়ান ডেতে ওদের সেরাটা দেখতে পারি, কারণ ওরা এই চ্যাম্পিয়ন ক্রিকেটার। টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে, সাদা বলের ক্রিকেটের ওরা চ্যাম্পিয়ন। ওদের মতো সফল ক্রিকেটারদের আমরা কী নিয়ে প্রশ্ন করছি? ওদের নিজেদের জায়গা দেওয়া, যথেষ্ট সম্মান এবং সঠিক কথোপকথনের প্রয়োজন।'

অশ্বিন আরও দাবি করেন রোহিত ও বিরাটের ওপর বাড়তি চাপ তৈরি না করে ওদের ক্রিকেটটা উপভোগ করতে দেওয়া উচিত। 'এই সময়ে ওদের চাপ অনুভূত হতে দেওয়া চলবে না। ওদের উপভোগ করতে দিতে হবে, কারণ আমরা ওদের সেরাটা দেখতে চাই। বিরাটের আর কী পাওয়ার, প্রমাণের বাকি রয়েছে? রোহিতের তাও ৫০ ওভারের বিশ্বকাপ (জেতা) বাকি। তবে বিরাটের তো সেটাও নেই। ও সব জিতেছে। ভারতীয় ক্রিকেটের প্রয়োজন ওর জ্ঞান, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তা পরবর্তী প্রজন্মের মধ্যে বিলিয়ে দেওয়া। টুর্নামেন্ট জেতার জন্য ওদের কাজে লাগাও এবং ওদের খেলাটা উপভোগ করতে দাও।' মত অশ্বিনের। 

Continues below advertisement

বিরাট, রোহিতকে ফর্মে ফিরতে বিশেষ পরামর্শ দিয়েছেন কিংবদন্তি সুনীল গাওস্করও। তিনি জানান, 'ওরা দুজন যত বেশি নেটে অনুশীলন সারবে। যত বেশি থ্রো ডাউন করা হবে ওদের। ২২ গজ নয় ২০ গজ দূর থেকে প্র‍্যাক্টিসে বোলারদের সামলাতে হবে। এভাবেই ফের ছন্দ ফিরে পাবে রোহিত ও বিরাট। আর একবার ওরা ছন্দে ফিরলে নিঃসন্দেহে ভারতের মোট রান ৩০০-৩৫০ পেরিয়ে যাবে।'