চেন্নাই: ভারতের মাটিতে আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ। শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে ভারতও টুর্নামেন্টের আয়োজন করবে। আর সেই বিশ্বকাপেরই ইংল্যান্ডের জো রুটকে খেলতে দেখতে চান রবিচন্দ্রন অশ্বিন। চলতি ভারত-ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজে একেবারেই ভালো পারফর্ম করতে পারছেন না ইংল্যান্ডের ব্যাটাররা। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে খুব একটা স্বাচ্ছন্দ অনুভব করেননি বেন ডাকেট, লিয়াম লিভিংস্টোনরা। ইংল্যান্ডের ২৮ উইকেটের মধ্যে ১৭ উইকেট নিয়েছেন ভারতের স্পিনাররা। যার মধ্যে বরুণ চক্রবর্তী একাই ১০ উইকেট নিয়েছেন।
নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রবিচন্দ্রন অশ্বিন। সেখানে রুটের একটি ছবি পোস্ট করেছেন তিনি, যা SA 20 লিগের। সেই টুর্নামেন্টে রুট দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। অশ্বিন নিজের এক্স পোস্টে লিখেছেন, ''২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে। আশা করি এটি খুব প্রাসঙ্গিত এক্স পোস্ট হবে এক্ষেত্রে।''
SA২০ লিগে এখনও পর্যন্ত জো রুট মোট ৮টি ইনিংসে ব্যাট হাতে নেমে ৫৫.৮০ গড়ে ২৭৯ রান করেছেন। স্ট্রাইক রেটও বেশ ভাল। ১৪০.২০-র ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তিনটি অর্ধশতরান করেছেন রুট। প্রিটোরিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে রুটের সেরা ৯২ রানের ইনিংসটি। রুট একমাত্র ব্যাটার যিনি ভারতের মাটিতে স্পিনের বিরুদ্ধে বেশ সাবলীলভাবে ব্যাটিং করেন। ইংল্যান্ড যখন টেস্ট সিরিজ খেলতে আসে ভারতের মাটিতে, সেখানেও রুট দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তাই অশ্বিন মনে করেন যে এই ইংল্যান্ড দলে টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও রুটকে প্রয়োজন ভারত ও শ্রীলঙ্কার মাটিতে।
তৃতীয় টি-টোয়েন্টিতে হার ভারতের
৫ ম্যাচের টি২০ সিরিজ। প্রথম দু'টোতেই হারতে হয়েছে ইংল্যান্ডকে। কাজেই, এটা ছিল তাদের কাছে মরণ-বাঁচন ম্যাচ। ভারত এই ম্যাচে জিতলেই সিরিজ জয় হয়ে যেত। কিন্তু, এদিন রাজকোটে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ২৬ রানে হারিয়ে দেয় ইংল্যান্ড। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান তোলেন ব্রিটিশরা। অর্ধ শতরান করেন বেন ডাকেট। অন্যদিকে, ভারতীয় বোলিং সাইডে নজর কাড়েন বরুণ চক্রবর্তী। দলের হয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। রান তাড়া করতে নেমে ১৪৫ রানেই আটকে যায় ভারতীয় দলের ইনিংস।