রাজকোট: ভারতের জয়ের হ্যাটট্রিক আটকে দিয়েছে ইংল্যান্ড। রাজকোটে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ২৬ রানে জয় ছিনিয়ে নিয়েছে বাটলার বাহিনী। গোটা ম্যাচেই দাপট দেখিয়েছেন দু দলের স্পিনাররাই। ম্যাচের পর তাই বরুণ চক্রবর্তী ও আদিল রশিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন সূর্যকুমার যাদব।


ম্যাচের পর ভারত অধিনায়ক বলেন, "আমার মনে হয় শেষ পাঁচ ওভারের সময়ও আমরা ম্যাচে ছিলাম। তখন ক্রিজে হার্দিক ও অক্ষর ছিল। স্ট্রাইক রোটেড করে চলতে চাইছিলাম আমরা। কিন্তু আদিল রশিদ সেই সুযোগ একদমই দেননি। এর জন্যই উনি বিশ্বমানের স্পিনার। হাত খোলার সুযোগই দেননি রাশিদ।" উল্লেখ্য, ইংল্যান্ডের ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪৫ রানেই আটকে যায় ভারতের ইনিংস। ইংল্যান্ডের বোলারদের মধ্যে আদিল রশিদ ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ১ উইকেট নেন। ডেথ ওভারে ও মাঝের ওভারে ভারতীয় ব্যাটারদের রানই করতে দেননি ব্রিটিশ স্পিনার।


বরুণ চক্রবর্তী আবার নজিরও গড়েন। প্রথম ভারতীয় হিসেবে ভারত-ইংল্যান্ড দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ১০ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন এই তামিলনাড়ুর স্পিনার। নিজের ৪ ওভারের স্পেলে ২৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন বরুণ। তাঁকে নিয়ে কথা বলতে গিয়ে সূর্যকুমার বলেন, "প্রতিদিন নিজেকে আরও ধারালো করে তুলছে বরুণ। ও ভীষণ পরিশ্রম করেছে দলে নিজের জায়গা ধরে রাখার জন্য। আর তার পুরস্কারই পেয়েছে ও। প্রতিটা ম্য়াচেই নিজের উপস্থিতির জানান দিচ্ছে।''


তৃতীয় টি-টোয়েন্টিতে দলে ফিরেছেন মহম্মদ শামি। উইকেট পাননি, কিন্তু ৩ ওভারের স্পেলে ২৫ রান খরচ করেছেন। এমনকী ১৩৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বলও করেছেন। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডের বিরদ্ধে ওয়ান ডে সিরিজ। সেই সিরিজের আগে নিজের বোলিংয়ে শান দিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন শামি। সূর্য বলছেন, ''শামিকে আগের মতই ছন্দে মনে হচ্ছে। এতদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। ভাল লাগছে ওকে দেখে।''


গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপ জেতা ইস্তক ক্রিকেটের এই ফর্ম্যাটে একের পর এক জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। ক্রিকেটের এই ফর্ম্যাটে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারত। দলের একাধিক বড় তারকার অবসর ঘোষণা, ক্রিকেটারদের চোট-আঘাত, কোচ বদল, নেতৃত্বে নতুন মুখ - তাতেও ভারতের শাসন অক্ষুণ্ণ। যদিও তৃতীয় টি-টোয়েন্টি হারলেও পরের ম্য়াচ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে টিম ইন্ডিয়া।