রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test) প্রথম ইনিংসে মাত্র এক উইকেট নিয়েছিলেন আর অশ্বিন (R Ashwin)। স্পিন সহায়ক পিচে তেমন সাফল্য না পাওয়ায় খানিক সমালোচনারও সম্মুখীন হন তিনি। তবে দ্বিতীয় ইনিংসেই অনবদ্য বোলিংয়ে ভারতের তারকা স্পিনার প্রমাণ করে দিলেন কেন তাঁকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার হিসাবে গণ্য করা হয়।
বেন স্টোকস বাহিনীর বিরুদ্ধে নিজের টেস্ট কেরিয়ারে ৩৫তম বার পাঁচ উইকেট নিলেন অশ্বিন। তারকা বোলারের অনবদ্য বোলিংয়ে ১৫০ রানের গণ্ডিও পার করতে পারল না ইংল্যান্ড। অশ্বিন কিন্তু এই ম্যাচে শুধু পাঁচ উইকেটই নিলেন না, গড়লেন জোড়া রেকর্ডও। অনিল কুম্বলে এবং মুথাইয়া মুরলিধরন, দুই কিংবদন্তির কৃতিত্বে ভাগ বসালেন বছর ৩৭-র স্পিনার। ভারতের মাটিতে অশ্বিন নিজের ৫৯তম টেস্ট ম্যাচটি খেলছেন। আর এই ম্যাচেই বেন ডাকেটকে ফিরিয়ে দেশের মাটিতে নিজের ৩৫০তম উইকেটটি নিলেন তিনি।
ঘরের মাঠে দ্রুততম বোলার হিসাবে ৩৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন তিনি। এক্ষেত্রে অবশ্য তিনি একা নন, শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলিধরনের সঙ্গে যুগ্মভাবে এই কৃতিত্বের মালিক অশ্বিন। অনিল কুম্বলের থেকে চার ম্যাচ আগে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এটি অশ্বিনের ৩৫তম টেস্ট ফাইফার, যা ভারতীয় হিসাবে অনিল কুম্বলের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক। তবে কুম্বলের ১৩২ টেস্টের থেকে থেকে অবশ্য অনেক কম, ৯৯টি টেস্টে অশ্বিন ৩৫ বার ৫ উইকেট নিলেন।
তবে এখানেই শেষ নয়, কুম্বলের আরেক রেকর্ডও এদিন নিজের নামে করলেন অশ্বিন। অশ্বিনের দখলে বর্তমানে দেশের মাটিতে মোট ৩৫৪টি উইকেট রয়েছে, যা ভারতীয় হিসাবে সর্বাধিক। কুম্বলের ৩৫০টি উইকেটই এতদিন পর্যন্ত ভারতীয়দের মধ্যে দেশের মাটিতে সর্বাধিক ছিল।
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে টেস্টের তৃতীয় দিন শুধু অশ্বিন নন, বল হাতে কুলদীপ যাদবও অনবদ্য পারফর্ম করেন। চার উইকেট নেন ভারতীয় চায়নাম্যান বোলার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: কঠিন সময়ে দুরন্ত অর্ধশতরান, ধ্রুব জুড়েলের মধ্য়ে ধোনির ছায়া দেখতে পাচ্ছেন গাওস্কর