Gavaskar On Dhruv Jure: কঠিন সময়ে দুরন্ত অর্ধশতরান, ধ্রুব জুড়েলের মধ্য়ে ধোনির ছায়া দেখতে পাচ্ছেন গাওস্কর

IND vs ENG, 4rth Test: একার হাতে দলকে টেনে তুলেছেন। কুলদীপকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছেন। এবার ধ্রুবের ব্যাটিং দেখে বড় বয়ান দিলেন সুনীল গাওস্কর।

Continues below advertisement

রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অভিষেক হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে। আর চতুর্থ টেস্টেই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান হাঁকিয়ে ফেললেন ধ্রুব জুড়েল  (Dhruv Jurel)। মাত্র ১০ রানের জন্য শতরান মিস করতে হয়েছে এই তরুণ উইকেট কিপার ব্য়াটারকে। কিন্তু প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং ভাঙনের পর একার হাতে দলকে টেনে তুলেছেন। কুলদীপকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছেন। এবার ধ্রুবের ব্যাটিং দেখে বড় বয়ান দিলেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ওপেনার মনে করেন যে আরও একজন ধোনিকে হয়ত পাওয়া যেতে পারে ভারতীয় ক্রিকেটে।

Continues below advertisement

ধ্রুব জুড়েলের ব্যাটিং ও উইকেট কিপিংয়ের স্কিলই শুধু নয়। ম্য়াচের পরিস্থিতি সামলে দুরন্ত ব্যাটিংয়ের নিদর্শন রেখেছেন ধ্রুব। গাওস্কর বলেন, ''ব্যাট তো দুর্দান্ত করেইছে ও। এমনকী ধ্রুবের উইকেট কিপিংয়েরও প্রশংসা করতেই হবে। ম্য়াচ সিচুয়েশন দারুণ বুঝতে পারে। আমি বলতে চাই যে আরও একজন মহেন্দ্র সিংহ ধোনি তৈরি হতে দেখতে পাচ্ছি আমরা হয়ত। আমি জানি আরও একটা ধোনি হয়ত কোনওদিনই পাব না আমরা। কিন্তু ধোনির যেমন ম্য়াচের পরিস্থিতি বুঝে খেলতে দেখতাম আমরা, ধ্রুবের মধ্যেও সেই ক্ষমতা রয়েছে। স্ট্রিট স্মার্ট ক্রিকেটার ধ্রুব।''

উল্লেখ্য, একটা সময় ১৭৭ রানে সাত উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ভারতীয় দল। সেই পরিস্থিতি থেকে ভারতকে লড়াইয়ে ফেরান কুলদীপ ও জুরেল। দুইজনে মিলে অষ্টম উইকেটে ৭৬ রান যোগ করেন। গতকাল অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন ২ জন। এদিন সকালে প্রথমে অ্য়ান্ডারসনের শিকার হন কুলদীপ। তবে জুরেল নিজের লড়াকু ইনিংস চালিয়ে যান। অর্ধশতরান পূরণ করেন তিনি। 

কুলদীপ ফিরে যাওয়ার পর আকাশদীপের সঙ্গে ক্রিজে টিকে থেকে দলের স্কোরবোর্ড সচল রাখার কাজ করেন জুড়েল। নবম উইকেটে ৪০ রান যোগ করেন তাঁরা। ৯ রান করে আকাশ দীপ ফিরে যান বসিরের শিকার হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গ়লেন বসির। জুড়েলকে শেষ পর্যন্ত ৯০ রানের মাথায় আউট করেন টম হার্টলি। তিনি বোল্ড করে দেন এই তরুণ উইকেকিপার ব্যাটারকে। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান ধ্রুব। 

৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে তা কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড। মাত্র ১৪৫ রানে অল আউট হয়ে যায় তাঁরা।

Continues below advertisement
Sponsored Links by Taboola