কলকাতা: এগারোটি শব্দ দিয়ে সাজানো একটি বাক্য। তাতেই যেন লুকিয়ে কত গভীর কথা। ব্যথা, যন্ত্রণাও নিহিত রয়েছে অক্ষরে অক্ষরে?
বর্ডার গাওস্কর সিরিজ চলাকালীন আচমকা অবসর ঘোষণা করলেন কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ব্রিসবেনে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্ট ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে অধিনায়ক রোহিত শর্মার পাশে বসে অবসর ঘোষণা করেন তামিলনাড়ুর অফস্পিনার।
তার কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় একটি লাইন লিখে নিজের ক্রিকেটীর সফরের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও দিয়ে একটি কোলাজ বানিয়ে পোস্ট করেন অশ্বিন। সেই ক্যাপশনেই তিনি লিখেছেন, 'The love we give away is the only love we keep.' বাংলা করলে দাঁড়ায়, যতটুকু ভালবাসা আমরা দিই, সেই ভালবাসাই আমরা ফিরে পাই।
অশ্বিনের পোস্টে কি দলের প্রতি তাঁর অভিমান প্রতিফলিত হয়েছে? চলছে জোর জল্পনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম টেস্টে একাদশে ছিলেন না অশ্বিন। তাঁর পরিবর্তে খেলানো হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। রোহিত জানিয়েছেন, পারথেই অবসর নিতে চেয়েছিলেন অশ্বিন। তিনি বুঝিয়ে অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট পর্যন্ত থেকে যেতে রাজি হন। রোহিতও ইঙ্গিত দিয়েছেন যে, দলে থেকেও খেলতে পারবেন না বুঝে হয়তো বা এই সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন।
ঘটনা হচ্ছে, অশ্বিন তাঁর বিদায়ী বক্তব্যে চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানেকে ধন্যবাদ দেন। ক্লোজ ইন ফিল্ডার হিসাবে তাঁর বলে প্রচুর ক্যাচ ধরার জন্য। ভিডিওতে নানা সময়ে যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা, বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে কাটানো মুহূর্তে শেয়ার করেছেন অশ্বিন। কিন্তু আলাদা করে আর কারও নাম উল্লেখ করেননি।
যদিও প্রাক্তন স্পিনার সৌরাশিস লাহিড়ীর মতে, অশ্বিনের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছিল টিম ম্যানেজমেন্ট। সৌরাশিস বলেছেন, 'সিরিজের মাঝে অবসর নিল। আমার ধারণা টিম ম্যানেজমেন্টের সঙ্গে ওর কথা হয়েছে। রোহিত শর্মা সাংবাদিক বৈঠকে বলেওছে যে, অশ্বিনের সঙ্গে আলোচনা চলছিল। দলে ওকে কতটা প্রয়োজন, তা নিয়ে কথা হয়েছে। আমার মনে হয় গৌতি (গৌতম গম্ভীর), রোহিত, বিরাটরা কথা বলেছে। অশ্বিনের মতো কিংবদন্তি আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে বলে আমার বিশ্বাস। ক্রিকেট খেলায় থেমে যাওয়াটা একটা শিল্প। তাতে মানুষ অনেকদিন মনে রাখে। ও ভারতীয় ক্রিকেটের একজন বিরাট বিজ্ঞাপন হয়েই থেকে যাবে। ওর কেরিয়ার উদযাপন করা উচিত।'
অশ্বিন নিজে কি সত্যিই খুশি মনে বুটজোড়া তুলে রাখলেন? প্রশ্ন কিন্তু রয়ে গেল।
আরও পড়ুন: একা সৌরাশিস নয়, এক বল নাকানিচোবানি খাইয়েছিল কার্তিক, বালাজিকেও! অশ্বিনের কেরামতির গল্প
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।