নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি। মুশকিল পরিস্থিতিতে একাধিকবার টিম ইন্ডিয়ার ত্রাতা হয়ে উঠেছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ক্রিকেটের ২২ গজে তাঁর সফর এখনও অব্যাহত, এরই মাঠে এক নতুন ময়দানে নামলেন তারকা ভারতীয় অলরাউন্ডার। ভারতীয় জনতা পার্টিতে (Bharatiya Janta Party) যোগ দিলেন তিনি।


রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা (Rivaba Ravindrasinh Jadeja), বিজেপির বিধায়ক। এবার স্ত্রীর পথেই হাঁটলেন রবীন্দ্র জাডেজাও। রিভাবাই সোশ্যাল মিডিয়ায় তারকা ক্রিকেটারের বিজেপিতে যোগদানের খবর সকলকে জানান। সোশ্যাল মিডিয়ায় নিজের এবং রবীন্দ্র জাডেজার বিজেপি সদস্য হিসাবে মেম্বারশিপ কার্ড শেয়ার করেন।


 






 


সম্প্রতি বিজেপি জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা সেপ্টেম্বর মাসেই বিজেপি পার্টির সদস্যপদ পুনর্নবীকরণের উদ্যোগ নেন। ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও বিজেপি সদস্যপদ পুনর্নবীকরণ করেন। এবার জাডেজা বিজেপি নতুন সদস্য হিসাবে যোগ দিলেন। রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা ২০১৯ সালে বিজেপিতে যোগদান করেন। ২০২২ সালে জামনগর থেকে লড়াইও করেন তিনি। আপ প্রতিদ্বন্দ্বী কার্শাণভাই কারমুরকে হারিয়ে জয়ও পান তিনি। এবার তাঁর স্বামীও একই দলে যোগ দিলেন।


প্রসঙ্গত, রবীন্দ্র জাডেজা দিনকয়েক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। তবে তিনি আইপিএলে খেলবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েও জাডেজার নাম ছিল না। অনেকেই এই ঘটনার জেরে জাডেজার ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন। যদিও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলেই জানানো হয়।


জাডেজাকে আজ থেকে শুরু হওয়া দলীপ ট্রফিতে খেলার জন্য নির্বাচিত করা হয়েছিল। তবে মঙ্গলবার, ২৭ অগাস্ট বিসিসিআইয়ের তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে জাডেজাকে দলীপ ট্রফি দল থেকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। যদিও জাডেজাকে কেন দল থেকে ছাড়া হয়েছে, সেই বিষয়ে বিসিসিআইয়ের তরফে কোনওকিছু জানানো হয়নি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিশ্বজয়ের পর সম্ভবত আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজ়েই ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে।      


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য কবে ভারতীয় দল ঘোষণা করবে বিসিসিআই?