বেঙ্গালুরু: গত বছরের শেষের দিকে এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপর থেকে ভারতীয় দলের তারকা ক্রিকেটার এখনও ব্যাট হাতে মাঠে নামতে না পারলেও, দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তিনি। জোরকদমে চলছে তাঁর রিহ্যাব প্রক্রিয়াও। এই রিহ্যাব চলাকালীনই সদ্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পন্থের সঙ্গে দেখা হয়ে গেল শিখর ধবনের (Shikhar Dhawan)।


ধবন এবং পন্থ উভয়েই দীর্ঘদিন ভারতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়েও খেলেছেন। দুই তারকা আইপিএলে দিল্লি ক্যাপটালসের হয়ে সাজঘরও ভাগ করেছেন। দুই তারকার সম্পর্ক বেশ মিষ্টিমধুর। তাই স্বাভাবিকভাবেই বেঙ্গালুরু এনসিএতে সাক্ষাৎকারের পর দুইজনকে হাসিখুশি মেজাজেই দেখা যায়। শিখর ধবন নিজের সোশ্যাল মিডিয়াতে দুই তারকার পাশাপাশি দাঁড়িয়ে তোলা একটি ছবি শেয়ার করেন। সেই ছবির ক্যাপশনে ধবন লেখেন, 'আগের থেকে অনেক ভালভাবে ফিরলাম। আবারও তোমার দেখা পাওয়ায় আমি খুবই খুশি ঋষভ পন্থ।'


 



 


ছবিতে নিজের পায়েই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অবশ্য তাঁর জান পায়ে একটি ব্যান্ডেজ জড়ানো ছিল। প্রসঙ্গত, সেই চোটের পর পন্থ কবে মাঠে ফিরবেন সেই নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। তবে পন্থ যে এবারের আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। চোট সারিয়ে তিনি আবার কবে মাঠে ফিরতে পারেন, সেই দিকেই তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। শুধু পন্থের সঙ্গেই নয়, আরেক ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গেও সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন ধবন।


ড্রুরি হিরো ভোগলে


ফুটবল জগতের প্রসিদ্ধ ধারাভাষ্যকার পিটার ড্রুরি (Peter Drury)। লিওনেল মেসির বিশ্বজয়ের মুহূর্ত থেকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে এএস রোমার ঐতিহাসিক প্রত্যাবর্তন, চিরস্মরণীয় একাধিক মুহূর্তকে নিজের ধারাভাষ্যের মাধ্যমে আরও জীবন্ত করে তুলতে ড্রুরির জুড়ি মেলা ভার। সেই প্রখ্যাত ইংরেজ ধারভাষ্যকারের 'হিরো' কে জানেন? তিনি আর কেউ নন, 'ক্রিকেটের ভয়েস' হিসাবে পরিচিত হর্ষ ভোগলে (Harsha Bhogle)।


ঠিক যেমন নিজের ধারাভাষ্যের মাধ্যমে ক্রিকেটের বিভিন্ন স্মরণীয় মুহূর্তে প্রাণপ্রতিষ্ঠা করেন হর্ষ, তেমনই ড্রুরির আওয়াজে ফুটবলের বিভিন্ন মুহূর্ত আরও প্রাণবন্ত হয়ে উঠেন। সামনের সপ্তাহে এই দুই তারকা ধারাভাষ্যকারই সাক্ষাৎ করতে চলেছেন। আসন্ন সপ্তাহেই ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023) আয়োজিত হবে। সেই ম্যাচে ধারাভাষ্য দিতে বিলেতে উপস্থিত থাকবেন হর্ষ। পিটার আবার থাকেন লন্ডনেই। এই সময়েই দুই তারকা ধারাভাষ্যকারের সাক্ষাৎ হতে চলেছে।


আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?