নয়াদিল্লি: ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্টে পায়ের পাতায় বল লাগে ঋষভ পন্থের (Rishabh Pant)। তারপর তিনি কোনওরকমে ব্যাট করলেও, কিপিং করতে পারেননি। পঞ্চম টেস্টে খেলতেই পারেননি। এবার যা খবর তাতে পন্থ এই চোটের জেরেই আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2025) এবং তারপর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও পন্থকে খেলতে দেখা যাবে না।

আগামী মাসে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর মরুদেশে এশিয়া কাপের মহারণ বসবে। মহাদেশের সেরা হওয়ার লড়াই শেষ হওয়ার সপ্তাহখানেক পরেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে ভারতীয় দল। পন্থের পায়ের পাতায় চিড় ধরায় তিনি এই দুই সিরিজ়ের কোনওটাতেই খেলতে পারবেন না বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। তবে মন্দের ভাল এই যে রিপোর্ট অনুযায়ী এই চোটের জন্য পন্থকে কোনওরকম অস্ত্রোপ্রচার করাতে হবে না।

শুধু পন্থ নন, আরও এক মহাতারকাও সম্ভবত ভারতের হয়ে এশিয়া কাপে মাঠে নামতে পারবেন না। তিনি যশপ্রীত বুমরা। কেনিংটন ওভালে ইংল্যান্ড সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভারতীয় প্রথম একাদশে ছিলন না বুমরা। যে কারণে তাঁকে টিম ইন্ডিয়া থেকে ছেড়ে দেওয়া হয়। অতিরিক্ত খেলার ধকল কাটাতে বুমরাকে এশিয়া কাপের দলেও না রাখা হতে পারে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা দাবি করেন, 'যদি বুমেরাং ২০২৫ সালের এশিয়া কাপে খেলে, তাহলে ও আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলতে পারবে না। সবাই জানে যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুমরাকে প্রয়োজন। এমনও হতে পারে যে ও এশিয়া কাপে খেলবে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রাম নেবে।'

আবার অন্য এক রিপোর্টে দাবি করা হচ্ছে বুমরা নাকি ফের চোটের কবলে পড়েছেন। চতুর্থ টেস্ট ম্যাচে বোলিং করার সময় পা মাটিতে ফেলতে গিয়েই তাঁর হাঁটুতে চোট লাগে। বুমরা দিনকয়েক আগেই অস্ট্রেলিয়া সফরে লাগা চোট সারিয়ে ক্রিকেটে ফিরেছেন। এই চোটের জেরেই তিনি আইপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। তবে ইংল্যান্ড সিরিজ়েই জাতীয় দলে কামব্যাক করেন তারকা বোলার। তারপরে আবারও এই চোটের খবর কিন্তু ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে। 

কোনও কোনও মহল থেকে এও দাবি করা হচ্ছে যে বুমরা নাগাড়ে চোটআঘাতে ভোগায় টেস্ট থেকে অবসর নিতে পারেন। তবে এই গোটাটাই এখনও পর্যন্ত কেবল জল্পনাই বটে।