মুম্বই: জয়ের জন্য লক্ষ্য ছিল ১৪৭ রান। তবে ফের একবার ব্যাটিং ব্যর্থতায় ডুবল টিম ইন্ডিয়া। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ তো আগেই হেরে গিয়েছিল। এবার তৃতীয় টেস্ট (IND vs NZ 3rd Test) হেরে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ১২১ রানেই অল আউট হলেন রোহিতরা।। ম্যাচে মোট ১১ উইকেট নিয়ে নিউজ়িল্যান্ডকে দুরন্ত জয় এনে দিলেন আজাজ পটেল (Ajaz Patel)। দ্বিতীয় ইনিংসে ১২১ রানেই অল আউট হলেন রোহিতরা।


ওয়াংখেড়েতে সর্বোচ্চ ১৭৪ রান করে চতুর্থ ইনিংসে জয় পেয়েছে কোনও দল। তাই ১৪৭ রানের লক্ষ্য আপাত অর্থে খুব বড় মনে না হলেও, স্পিন সহায়ক এই পিচে যে চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। উপরন্তু, ভারতীয় ব্যাটারদের স্পিনারদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যা রেকর্ড, সেটাও নিঃসন্দেহে সমর্থকদের উদ্বেগের অন্যতম কারণ ছিল। সেই স্পিনই ফের একবার কাল হয়ে দাঁড়াল। ১০ জনের মধ্যে নয়জন ভারতীয় ব্যাটারই স্পিনের বিরুদ্ধে আউট হলেন। লড়লেন কেবল একজন, ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, ভারতের জয়ের আশাও ছিল। একমাত্র ব্যাটার হিসাবে এই ইনিংসে অর্ধশতরান হাঁকান পন্থ।  


তবে আজাজের বলে আউট হন তিনি। আম্পায়ার প্রাথমিকভাবে তাঁকে আউট না দিলেও, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে তাঁকে সাজঘরে ফিরতে হয়। বেশ খানিকটা বিস্মিত হয়ে অত্যন্ত ধীর গতিতে সাজঘরে ৬৪ রানে ফেরেন ভারতের তারকা কিপার-ব্যাটার। তিনি সম্ভবত দাবি করছিলেন বল তাঁর ব্যাড নয়, ব্যাট প্যাডে লাগায় আওয়াজ হয়েছে। কিন্তু তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তেই তাঁকে ফিরতে হয়। এরপর খানিকটা সময় সুন্দর এবং ওয়াশিংটন লড়াই চালাচ্ছিলেন।


ভারতীয় ব্যাটাররা সকালে স্যুইপ এবং রিভার্স স্যুইপের অনুশীলন করছিলেন বলে বারংবার ধারাভাষ্যকাররা জানাচ্ছিলেন। কিন্তু সেই রিভার্স স্যুইপ মারার প্রথম প্রয়াশেই অশ্বনি আউট হন। শেষ তিন উইকেট পড়তে লাগে মাত্র চার বল। ১২১ রানেই গোটা ইনিংস সমাপ্ত হয়। আজাজ পটেল এই ইনিংসে ছয় উইকেট নেন। তিনি ওয়াংখেড়েতে মোট ২৫ উইকেট নিয়ে ভারতের মাটিতে কোনও এক মাঠে অ্যাওয়ে দলের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া বোলার হয়ে যান।


আজাজের ভেল্কিতে জেরে জাডেজার ১০ উইকেট, পন্থের দুই ইনিংসের অর্ধশতরানও টিম ইন্ডিয়ার জয়ের জন্য যথেষ্ট হল না। এই প্রথমবার ভারতীয় দল ঘরের মাটিতে তিন বা তার বেশি ম্যাচের সিরিজ়ে হোয়াইটওয়াশ হল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: রোহিত-রীতিকার পরিবারে আসছে নতুন সদস্য, জল্পনায় পড়ল সিলমোহর?