বেঙ্গালুরু: গত বছরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর এখনও মাঠের বাইরেই রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতীয় দলের অনুরাগীরা অধীর আগ্রহে পন্থের মাঠে প্রত্যাবর্তন ঘটানোর অপেক্ষায় রয়েছেন। ভয়ঙ্কর দুর্ঘটনার পর দ্রুতই সেরে উঠছেন পন্থ। সোশ্যাল মিডিয়ায় পন্থের পোস্ট করা সদ্য এক ভিডিও দেখে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সমর্থকদের মুখে হাসি ফুটতে বাধ্য।


বর্তমানে নিজের রিহ্যাব প্রক্রিয়ায় মত্ত পন্থ। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই (NCA) নিজের রিহ্যাব চালাচ্ছেন পন্থ। সেখানেই তাঁকে এবার ভারোত্তলন করতে দেখা গেল। ইন্সটাগ্রামে পন্থ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাবের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই পন্থকে ভারোত্তলন করতে দেখা যাচ্ছে। সেই ভিডিওর ক্যাপশনে পন্থ লেখেন, 'কেবল ভাবলেই হয় না, কোনও জিনিস পেতে গেলে তার জন্য সেই পরিশ্রমটা করতে হয়।' 


 






 


কিন্তু ঠিক কতটা ফিট পন্থ? কবে মাঠে ফিরবেন পন্থ? ভারতীয় বোর্ডের (BCCI) তরফে সম্প্রতি এক বিবৃতিতে জানানো হয়েছে, যে ঋষভ পন্থ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নেটে ব্যাটিং এবং কিপিংয়ের অনুশীলন করাও শুরু করে দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, 'নিজের রিহ্যাব প্রক্রিয়ায় দারুণ উন্নতি ঘটিয়েছেন পন্থ। তিনি নেটে ব্যাটিং এবং কিপিং করাও শুরু করে দিয়েছেন। ওঁ বর্তমানে ওঁর জন্য তৈরি করা একটি নির্দিষ্ট ফিটনেস পোগ্রাম অনুযায়ী রিহ্যাব করছে। সেখানে দৌড়নোর পাশাপাশি স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি বাড়ানোর অনুশীলনও রয়েছে।'


তবে বিসিসিআয়ের তরফে শুধু পন্থের নয়, আরও চার আহত ভারতীয় ক্রিকেটারের ফিটনেসের আপডেট জানানো হয়েছে। এই তালিকায় রয়েছেন যশপ্রীত বুমরা, কেএল রাহুল, প্রসিদ্ধ কৃষ্ণ ও শ্রেয়স আইয়ার। বোর্ডের তরফে জানানো হয়েছে, দুই পেসার বুূমরা ও কৃষ্ণর রিহ্যাব একেবারে শেষ পর্যায়ে। নেটে পুরোদমে বোলিংও শুরু করে দিয়েছেন দু'জনে। আর দুই ব্যাটার রাহুল ও শ্রেয়সের আপাতত স্ট্রেংথ ও ফিটনেসের কসরত চলছে। তাঁদের প্রস্তুতির সূচি আরও কঠোর করা হবে বলেই বোর্ড জানিয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পডুন: Tomato Prices Reduced : আরও খানিকটা কমছে টোম্যাটোর দাম