নয়াদিল্লি: গতকালই দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। উত্তরাখণ্ডের রুরকিতে পন্থের গাড়ি রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে। গাড়িতে আগুনও লেগে যায়। গুরুতর জখম হন পন্থ। বর্তমানে তিনি উত্তরাখণ্ডের ম্যাক্স হাসাপাতালে ভর্তি রয়েছেন। সেখানেই আপাতত ভারতীয় ক্রিকেটারের চিকিৎসা চলছে। তারকা থেকে সাধারণ জনগণ, সোশ্যাল মিডিয়ায় পন্থের আরোগ্য কামনা করে পোস্টের ছড়াছড়ি। এরই মাঝে পন্থ ও শিখর ধবনের একটি পুরনো ভিডিও বেশ ভাইরাল হয়েছে।


ভাইরাল ভিডিও


ভিডিওটিতে পন্থ ও শিখর ধবনকে (Shikhar Dhawan) দিল্লি ক্যাপিটালসের জার্সিতে একসঙ্গে এক সাক্ষাৎকার দিতে দেখা যাচ্ছে। সেখানেই পন্থকে ধবন পরামর্শ দেন, 'ধীরে সুস্থে গাড়িটা চালাস।' ভিডিওটির সঠিক দিনক্ষণ জানা না গেলেও, সেটি সম্ভবত তিন বছর পুরনো। ২০১৯ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে পন্থ ও ধবন একসঙ্গে খেলেছিলেন। এটি খুব সম্ভবত সেই সময়েরই। 


 






প্রাণরক্ষার পুরস্কার


নিজের জীবন বাজি রেখে প্রাণ বাঁচিয়েছেন ঋষভ পন্থের। দিল্লি-দেহরাদুন হাইওয়ের ওপর তখন দুমড়ে মুচড়ে পড়ে ছিল বহুমূল্য গাড়িটি। দুর্ঘটনার পরই গাড়িতে আগুন লেগে যায়। যা দেখে তড়িঘড়ি বাস দাঁড় করিয়ে দেন সুশীল মান। হরিয়ানা রোডওয়েজের পক্ষ থেকে তাঁদের ড্রাইভার সুশীল কুমার এবং কন্ডাক্টর পরমজিতকে সম্মানিত করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও সম্মানিত করা হবে এই ২ জনকে। 


হরিয়ানা রোডওয়েজের পক্ষ থেকে এক বিবৃততিতে জানানো হয়েছে, 'ওঁরা পানিপথ ফিরে আসার পর আমরা ওঁদের সংশাপত্র দিয়েছি। এছাড়াও একটি শিল্ড দেওয়া হয়েছে।' সুশীল মান জানতেনই না যে, তিনি যাঁর প্রাণরক্ষা করেছেন, তিনি একজন সেলিব্রিটি। ভারতীয় ক্রিকেট দলের সদস্য। দেশকে জিতিয়েছেন একাধিক ম্য়াচ। অনেকে ভবিষ্যতের অধিনায়ক হিসাবেও চিহ্নিত করেছেন।


ঋষভ পন্থের ভয়াবহ দুর্ঘটনার পরই ঝাঁপিয়ে পড়ে তাঁর প্রাণরক্ষা করেন সুশীল। যে কারণে তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ। তিনি ট্যুইটারে লিখেছেন, 'হরিয়ানার চালক সুশীল কুমার, যিতি জ্বলন্ত গাড়ি থেকে ঋষভ পন্থকে বার করে এনে বিছানার চাদরে জড়িয়ে অ্যাম্বুলেন্সে খবর দিয়েছিলেন, তাঁকে কৃতজ্ঞতা জানাই। আপনার নিঃস্বার্থ কাজের জন্য আমরা ঋণী'।


আরও পড়ুন: টেস্টে চলতি বছরে ভারতের সেরা পারফর্মার পন্থ, বুমরা