নিউ ইয়র্ক: একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৮২ রান তুলল ভারতীয় দল (IND vs BAN)। জাতীয় দলের জার্সিতে নিজের প্রত্যাবর্তন ম্যাচেই হাফসেঞ্চুরি করেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ৪০ রানের ইনিংসে নজর কাড়লেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। বাংলাদেশের হয়ে বল হাতে নজর কাড়লেন শরিফুল ইসলাম (Shoriful Islam)। ২৬ রানের বিনিময়ে এক উইকেট নেন তিনি।


এদিন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সকলেই ভাবছিলেন রোহিত এবং যশস্বী জয়সওয়াল ওপেন করতে নামবেন। তবে সকলকে খানিকটা চমকে দিয়েই ভারতের হয়ে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামেন সঞ্জু স্যামসন। তিনি অবশ্য রান পাননি। মাত্র এক রানে সাজঘরে ফেরেন স্যামসন। তবে তিনে নামা পন্থ ও রোহিত ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। পন্থ পাওয়ার প্লের শেষ ওভারে শাকিবের বিরুদ্ধে ২২ রান তোলেন। তবে ঠিক পরের ওভারেই বড় শট মারতে গিয়ে ২৩ রানে আউট হন।


তবে রোহিত আউট হলেও পন্থ কিন্তু নিজের অনবদ্য ব্যাটিং চালিয়ে যান। মাত্র ৩২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। যেহেতু অনুশীলন ম্যাচ একটাই। তাই বাকিদের সুযোগ করে দেওয়ার স্বার্থে রিটায়ার্ড আউট হন পন্থ। তিনি সাজঘরে ফিরলে ব্য়াটে নামেন শিবম দুবে। আইপিএলের লম্বা লম্বা ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া দুবেকে অবশ্য এদিন ছন্দে দেখায়নি। ১৬ বলে ১৪ রান করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। সূর্যকুমার ভাল ছন্দে থাকলেও, তিনিও তনবীরের শিকার হন। 


সূর্য আউট হলেও, হার্দিক এদিন দারুণ ফর্মে ছিলেন। তাঁর ব্যাট থেকে ২৩ বলে ৪০ রানের ঝাঁ চকচকে একটি ইনিংস আসে। বাংলাদেশ দুরন্ত ডেথ বোলিং করে ভারতকে দু'শোর গণ্ডি পার করতে দেয়নি বটে। তবে এই পিচে কিন্তু লড়াইয়ের রসদ জোগাড় করে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার ১৮২ রান ভারতীয় বোলাররা ডিফেন্ড করতে পারেন কি না, এটাই দেখার বিষয়। বুমরার, সিরাজ, চাহালরা কী পারবেন বাংলাদেশকে রুখতে? দেখা যাক।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: স্বাধীনভাবে খেল, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে পরামর্শ সৌরভের