নিউ ইয়র্ক: হোয়াট আ পাটনারশিপ! হ্যাঁ, পার্টনারশিপ নয়, পাটনারশিপ। বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রস্তুতির ফাঁকেই সূর্যকুমার (SuryaKumar Yadav) এবং ঋষভ পন্থের (Rishabh Pant) পাটনারশিপ নেটিজেনদের বেশ নজর কেড়েছে। ঠিক কী করলেন তাঁরা?


যুক্তরাষ্ট্রে এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যুগ্মভাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। ভারতীয় দল নিজেদের গ্রুপ পর্বের চার ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। এই দেশ থেকেই উঠে এসে গল্ফে বিশ্বকে শাসন করেছেন টাইগার উডস। সেই উডসের দেশেই গল্ফে মজলেন দুই ভারতীয় তারকা। তবে সাধারণ গল্ফ নয়, এই গল্ফটা ছিল একটু ভিন্ন। যেখানে গল্ফ এবং ক্রিকেটের মেলবন্ধন দেখা গেল। ব্যাট হাতে ক্রিকেট বল নিয়ে গল্ফে মজেন। গল্ফের প্রথাগত হোলের বদলে সেখানে ছিল কাগজের ব্যাগ। সেই ভিডিও পন্থের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করা হয়।


পন্থ সেই ভিডিওর ক্যাপশনে লেখেন, 'দারুণ পাটনারশিপ সূর্যকুমার যাদব। দারুণ এনার্জিও বটে।' পন্থ ব্যাট দিয়ে একেবারে নিখুঁঁতভাবে বল প্লাস্টিকের ব্যাগে প্রবেশ করান। এরপরেই দুইজনে গলা জড়াজড়ি করে উচ্ছ্বাসে ভাসেন। দুইজনের পরনেই ছিল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি। তাই আন্দাজ করা যায় যে হয় টিম শ্যুট বা কাল বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আশেপাশে এই ভিডিওটি করা হয়েছে।


 






বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও কিন্তু পন্থ ও সূর্যকুমারের পার্টনারশিপ বেশ ভালই ছিল। দুইজনে তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করেন। পন্থ ৫৩ ও সূর্য ৩১ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে কোনও সময়ই জয়ের দিকে অগ্রসর হতে পারেনি ওপার বাংলার দল। ১২২ রানেই থেমে যায় তাঁদের লড়াই। ভারতীয় দল ৬০ রানের ব্যবধানে বড় জয় পায়। টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের দুই তারকার এহেন ফর্ম যেন গোটা টুর্নামেন্ট জুড়ে চলে, তেমন আশাতেই থাকবেন ভারতীয় সমর্থকরা। তা কতটা সম্ভব হয়, এবার সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: রোহিতের কোচের কাছে নিয়েছেন তালিম, তবে ভারত নয়, যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ মাতাচ্ছেন হরমীত