নিউ ইয়র্ক: এমনটা ভারতের মাটিতে বারবার দেখা গিয়েছে। মাঠে খেলা দেখতে এসে প্রিয় ক্রিকেটারের নাগাল পেতে ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন অনেকেই। নিরাপত্তরক্ষীদের চোখের ফাঁক গলিয়ে ধোনির সামনে, বিরাটের সামনে গিয়ে তাঁদের জড়িয়ে ধরেছেন, এমন ঘটনা তো প্রচুর। এদেশে রোহিত শর্মাকেও (Rohit Sharma) এমন অভিজ্ঞতার সাক্ষী থাকতে হয়েছে। কিন্তু এবারের ঘটনাটা একটু আলাদা। কারণ স্থানটা নিউ ইয়র্ক। আমেরিকান পুলিশ বরাবরই নিরাপত্তার বিষয়ে বেশ কড়া। গতকাল তাঁর এক টুকরো মুহূর্ত ভাইরাল এখন সোশ্য়াল মিডিয়ায়।
গতকাল ভারত-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। সেই ম্য়াচে ভারতের ফিল্ডিং চলছিল যখন, তখনই হঠাৎ এক সমর্থক মাঠের ভেতরে দৌড়ে ঢুকে পড়েন। রোহিতের কাছে পৌঁছে তাঁর সঙ্গে করমর্দন করতেও দেখা যায় সেই ব্যক্তিকে। কিন্তু রোহিতের কাছে পৌঁছানো মাত্রই নিরাপত্তরক্ষীরা তাঁর কাছে চলে আসেন। তাঁকে মাটিয়ে ফেলে দেন ২ জন নিরাপত্তারক্ষী। এরপরই ক্রমে মারতে থাকেন পুলিশ সেই সমর্থককে। এরপর প্রায় পাঁজাকোলা করে সেই ব্যক্তিকে নিয়ে মাঠের থেকে বাইরে নিয়ে আসেন নিরাপত্তারক্ষীরা। রোহিতকে দেখা যায় তিনি বারবার বলছিলেন যে সেই ব্যক্তির সঙ্গে যেন একটু নরমভাবে ব্য়বহার করা হয়। কিন্তু যতই হোক বা কেন, এই ঘটনার পরেই নিরাপত্তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। যেখানে বিশ্বকাপের ম্যাচে জঙ্গি হামলার হুমকি রয়েছে, সেখানে এমন ঢিলেঢালা নিরাপত্তা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে।
গতকাল ওযার্ম আপ ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে ৬০ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান বোর্ডে তুলেছিল। ঋষভ পন্থ দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেলেন। ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। চারটি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান। সঞ্জু স্য়ামসন ও শিবম দুবে রান পাননি যদিও। কিন্তু হার্দিক পাণ্ড্য ঝোড়ো ইনিংস খেলেন। ২৩ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে টানা তিনটি ছক্কাও হাঁকিয়েছিলেন বঢোদরার অলরাউন্ডার। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১২২ রানই তুলতে পারে বাংলাদেশ।
ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ ও শিবম দুবে ২টো করে উইকেট নেন। একটি করে উইকেট নেন বুমরা, সিরাজ, হার্দিক ও অক্ষর।